Advertisement
Advertisement

Breaking News

Nabanna

লিজের জমিতে বাজারদরের ১৫% দিতে হবে রাজ্যকে, নয়া সিদ্ধান্ত নবান্নের

নতুন সিদ্ধান্তে একাধিক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন লিজগ্রহীতারা।

Have to pay 15 percent of valuation of lease land to Govt, says Nabanna | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 24, 2023 6:26 pm
  • Updated:May 24, 2023 6:26 pm  

স্টাফ রিপোর্টার: লিজে (Lease) থাকা সরকারি জমির মালিকানার অধিকার লিজগ্রহীতাকে দিতে আগেই নীতিগতভাবে রাজি হয়েছিল রাজ‌্য সরকার। সোমবার সে বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হল রাজ‌্য মন্ত্রিসভার বৈঠকে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ‌্য সরকার ঠিক করেছে, লিজে থাকা জমির মালিকানা পেতে হলে ওই জমির বাজারদরের ১৫ শতাংশ রাজ‌্য সরকারকে দিতে হবে।

রাজ‌্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক কর্তার দাবি, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিপুল সংখ‌্যক মানুষ উপকৃত হবেন। এই তালিকায় যেমন কলকাতার উপকণ্ঠে সল্টলেকের বাসিন্দারা আছেন, তেমনই আছেন বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া থেকে মালদহ-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের প্রচুর মানুষ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এঁরা লিজ নেওয়া বাড়ি বা শিল্পের জন‌্য লিজে নেওয়া জমির পাকাপাকিভাবে মালিকানা স্বত্ব পাবেন এবার।

Advertisement

[আরও পড়ুন: ২০০০ টাকার নোটের পাহাড় পরিচালকের বাড়িতে! তুমুল শোরগোল নেটপাড়ায়]

রাজ্যের বর্তমান আইনে লিজ নেওয়ার সময় জমির বাজারদরের ৯৫ শতাংশ সেলামি দিতে হয়। পরবর্তীকালে ভাড়া বাবদ বছরে জমির দামের ০.৪ শতাংশ দিতে হয় রাজ‌্য সরকারকে। লিজের মেয়াদ শেষ হলে ফের পুনর্নবীকরণ (Renew) করতে হয় এই পদ্ধতিতে। নতুন সিদ্ধান্তে সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন লিজগ্রহীতারা। ফলে সরকারি জমি লিজ নেওয়ায় আরও আগ্রহ বাড়বে বলে আশা রাজ্য সরকারের। বাণিজ্য মহলের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এই সরলীকরণের ফলে সহজ হল জমি লিজ নেওয়া। এমনই মনে করছেন তাঁরা।

[আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ফেল করেও প্রাথমিকে চাকরি! পর্ষদের তালিকা ঘিরে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement