Advertisement
Advertisement
Mamata Banerjee

‘ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহার করি না’, ক্যাশলেস অর্থনীতি নিয়ে মোদিকে তোপ মমতার

ব্যবসায়ীদের ইডির ভয় দেখানো হচ্ছে, তোপ মমতার।

'Have no credit or debit card', Mamata Banerjee takes dig at PM Modi's cashless economy drive | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 22, 2023 8:33 pm
  • Updated:November 22, 2023 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন সরব হয়েছিলেন বাংলার বঞ্চনা নিয়ে। দ্বিতীয় দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র। এবার মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন কেন্দ্রের অর্থনৈতিক অভিমুখ নিয়েই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যে নগদহীন অর্থনীতি নিয়ে এত গলা ফাটান, সেই নগদহীন অর্থনীতিকে কার্যত ‘অকেজো’ বলে দেগে দিলেন মমতা।

কেন্দ্রকে বিঁধতে গিয়ে নিজের সম্পর্কে চমকপ্রদ একটি তথ্যও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, তিনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কোনওটিই ব্যবহার করেন না। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতা (Mamata Banerjee) বুধবার বললেন,”ক্যাশলেস ইকোনমি কখনও কর্মসংস্থান তৈরি করতে পারে না। কত জন আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করেন? আমি তো করি না।”

Advertisement

[আরও পড়ুন: টাকার বিনিময়ে চাকরি! মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধুন্ধুমার]

মুখ্যমন্ত্রীর বক্তব্য, MSME অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে নগদহীন অর্থনীতি উপযোগী নয়। MSME বাড়াতে হলে ক্যাশলেস ইকোনমি করা যাবে না। যদিও মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলে দিয়েছেন, তিনি ডিজিটালাইজেশনের বিরোধী নন। বরং, শিক্ষা, ইতিহাস, অন্যান্য বিষয়ে আধুনিকীকরণ চান। কিন্তু অর্থনীতিকে এর বাইরে রাখা উচিত। নগদ ব্যবহার না করলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটা সম্ভব নয়।

[আরও পড়ুন: খুনের সাক্ষী হওয়ায় জগদ্দলের তৃণমূল কর্মীকে হত্যা? ঘনাচ্ছে রহস্য]

শুধু ক্যাশলেস ইকোনমি নয়। আরও একটি ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা। তিনি অভিযোগ করেন,”এখানে কেন্দ্রে একটা সরকার, আর রাজ্যে আরেকটা সরকার। কেন্দ্রের সরকার, রাজ্যের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে। অতিরিক্ত কর চাপিয়ে চাপ সৃষ্টি করছে।” কেন্দ্র শিল্পপতিদের উপরও চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “এজেন্সি পাঠিয়ে শিল্পপতিদের গলা টিপে দেওয়া হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement