Advertisement
Advertisement
রাস্তার ধারে ঝুলন্ত দেহ

রাস্তার ধারে গাছ থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কলকাতার মেয়ো রোডে

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু ময়দান থানার পুলিশের।

Hanging deadbody of unidentified man recovered from Mayo Road today morning

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু ময়দান থানার পুলিশের।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 25, 2020 3:28 pm
  • Updated:June 25, 2020 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে কলকাতার রাস্তায় গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মেয়ো রোডের পাশে একটি গাছ থেকে বৃদ্ধের দেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের নাম-পরিচয় জানা যায়নি এখনও। তিনি আত্মঘাতী হয়েছেন নাকি কেউ খুন করে এভাবে গাছে দেহ ঝুলিয়ে দিয়েছে? তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে মেয়ো রোডের ধারে একটি গাছ থেকে গামছাবাঁধা অবস্থায় দেহটি ঝুলতে দেখেন পথচলতি মানুষজন। তাঁরাই ময়দান থানায় খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই অনেকে জড়ো হয়ে যান অকুস্থলে। পুলিশ এসে ভিড় হঠিয়ে দেয়। এরপর দুটি টিম আলাদা করে কাজ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দল গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। অপর দল দেহটিকে নিকটবর্তী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement

[আরও পড়ুন: ২ কেজির টিউমারে ঢেকে গিয়েছিল কিডনি-লিভার! বিরল অস্ত্রোপচারে ফের সফল SSKM হাসপাতাল]

মৃত ব্যক্তির কোনও পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয় মানুষজন জানিয়েছেন, তাঁরাও কখনও ওই ব্যক্তিকে এলাকায় দেখেননি। ময়দান থানার পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষায় তদন্তকারীরা। কারণ, তা হলেই স্পষ্ট হবে বৃদ্ধের মৃত্যুর কারণ। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন নাকি কেউ খুন করে তাঁকে এভাবে ঝুলিয়ে রেখে গিয়েছে। বৃদ্ধের পরিচয় জানতেও শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুন: কলকাতার সবচেয়ে বয়স্ক করোনা রোগীও পুরোপুরি সুস্থ মেডিক্যাল কলেজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement