Advertisement
Advertisement

যাদবপুর হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য

ছাত্রের আত্মহত্যার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেই ব্যাখ্যা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস৷

Hanged body Of JU students discovered from Main Hostel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 2:42 pm
  • Updated:December 4, 2016 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য৷ সকাল ১১ টা নাগাদ হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সৌমিত্র দে নামে ওই ছাত্রের দেহ৷

জানান যাচ্ছে, দর্শন বিভাগের দ্বিতীয় সেমেস্টারের ছাত্র সৌমিত্র বাঁকুড়ার ছাতনার বাসিন্দা৷ মেধাবী ছাত্র হিসেবেই পরিচিতি ছিল তাঁর৷ মিশুকে সৌমিত্রর সঙ্গে হস্টেলের প্রায় সকলেরই সদ্ভাব ছিল৷ মেন হস্টেলের বি-ব্লকের ৯ নং ঘরে এক বন্ধুর সঙ্গে থাকতেন তিনি৷ সপ্তাহখানেক আগে তাঁর রুমমেট বাড়ি যায়৷ এই কটাদিন ঘরে একাই থাকতেন সৌমিত্র৷ রবিবার সকালে অনেক বেলা পর্যন্ত তাঁর ঘরের দরজা বন্ধ দেখে অন্যান্য ছাত্ররা দরজায় ধাক্কা দেন৷ তারপরই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া হয়৷

Advertisement

ছাত্রের আত্মহত্যার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেই ব্যাখ্যা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস৷ জানান, “সৌমিত্র সকলের সঙ্গে মিলেমিশে থাকত বলেই জানতে পারছি৷ পড়াশোনাতেও ভাল ছিল৷ কেন এরকম করল বুঝতে পারছি না৷ ওর বাড়িতে খবর দিয়েছি৷ শোকগ্রস্ত পরিবারের জন্য আমার সমবেদনা থাকল৷” ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ বাঙ্গুর হাসপাতালে নিয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement