সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা ক্ষেত্রে সেবামূলক কাজে এগিয়ে এল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেট (Haldia Petrochemicals)। ফুসফুসের অসুখের চিকিৎসায় জরুরি একাধিক চিকিৎসা সরঞ্জাম কলকাতার এসএসকেএম হাসপাতালকে (IPGME & R-SSKM Hospital) দান করল সংস্থাটি। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেটের এই সেবা উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম বড় হাসপাতাল। যেখানে প্রতিদিন কয়েক হাজার রোগী কম খরচে চিকিৎসার আশায় আসেন।
এদিন হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগকে রিজিড থোরোস্কোপ-সহ একাধিক চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক এবং পালমোনরি মেডিসিনের প্রধান অমিতাভ সেনগুপ্ত, এইচপিএলের চিফ মেডিক্যাল অফিসার ডাক্তার প্রণব কুমার মুখোপাধ্যায়, প্ল্যান্ট অ্যাডমিনের জেনারেল ম্যানেজার সমীরণ সরকার এবং অন্যান্য চিকিৎসক ও আধিকারিকদের উপস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর সম্পূর্ণ হল এদিন।
বলা বাহুল্য, চিকিৎসার জন্য যে কোনও ধরনের দান অতি জরুরি। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেটের এই দানকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.