Advertisement
Advertisement

Breaking News

H9N2 virus

বাংলায় বার্ড ফ্লু আক্রান্ত ৪ বছরের শিশু! উদ্বেগ প্রকাশ WHO-এর

বার্ড ফ্লুর থাবা এবার বাংলায়! ৪ বছর বয়সি এক শিশুর শরীরে মিলেছে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই শিশুকে।

H9N2 virus was detected in a four-year-old child in west bengal
Published by: Amit Kumar Das
  • Posted:June 12, 2024 10:32 am
  • Updated:June 12, 2024 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেরলের পর পশ্চিমবঙ্গ! আচমকা বার্ডফ্লু আক্রান্ত এক শিশু। আর এই ঘটনার অভিঘাতে স্বাস্থ্য দপ্তর তো বটেই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও সতর্ক। যদিও ইস্যুটি বিদেশে চলে গিয়েছে তবু সাবধানের মার নেই, তাই স্বাস্থ্য দপ্তর, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগকে সতর্ক করেছে। পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে এলাকায়। বুধবার পর্যন্ত নতুন করে কোনও সংক্রমণের খবর নেই বলে জানিয়েছেন দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম। 

প্রাথমিকভাবে রিপোর্ট অনুযায়ী, বাংলায় ৪ বছর বয়সি এক শিশুর শরীরে মেলে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস। যার জেরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় ওই শিশুকে। এই তথ্য প্রকাশ্যে এনে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে প্রবল শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যাথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই জানা যায় বার্ড ফ্লু আক্রান্ত ওই শিশু। রোগীর বাড়িতে হাঁস-মুরগির ফার্ম ছিল। সম্ভবত সেখান থেকেই বার্ড ফ্লু (Bird Flue) ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছিল। প্রায় ৩ মাস ধরে চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুটি। যদিও শিশুটির পরিবারের বাকি কোনও সদস্যের মধ্যে অসুস্থতার কোনও লক্ষ্মণ দেখা যায়নি বলেই জানা গিয়েছে। তবে বিষয়টি যে যথেষ্ট উদ্বেগজনক তা অস্বীকার করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

Advertisement

[আরও পড়ুন: মনোজ পান্ডের বিদায়, দেশের নয়া সেনাপ্রধান হচ্ছেন লেফটেনান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী]

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভারতে এই নিয়ে দ্বিতীয়বার কোনও মানব শরীরে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গেল। এর আগে ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে এই বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল। প্রথমবার বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। ৫ বছর পর ফের সেই ঘটনা প্রকাশ্যে আসার বাড়ছে উদ্বেগ।

[আরও পড়ুন: ৪০০ বলে মাত্র ২৪০! দেশজুড়ে ভোট বিপর্যয়ের কারণ খুঁজবে বিজেপি?]

উল্লেখ্য, চলতি মাসেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মেক্সিকোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এর পর কিছু দিনের মধ্যেই ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরেই গত ২৪ এপ্রিলে মৃত্যু হয় বৃদ্ধের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ