Advertisement
Advertisement
H. K. Dwivedi

অবসর গ্রহণের পরই নতুন দায়িত্বে হরিকৃষ্ণ দ্বিবেদী, আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ মুখ্যমন্ত্রীর

রবিবারই মুখ্যসচিব পদ থেকে অবসর গ্রহণ করেছেন দ্বিবেদী।

H. K. Dwivedi appointed as chief advisor finance of West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 31, 2023 5:19 pm
  • Updated:December 31, 2023 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর গ্রহণের পরই নতুন দায়িত্বে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী তিনবছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ করা হল তাঁকে।  

২০২১ সালের মে মাসে রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। রবিবার অবসর গ্রহণ করলেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন বিপি গোপালিকা। একটা সময়ে অর্থ দপ্তরের সচিব ছিলেন দ্বিবেদী। সূত্রের খবর, সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এবার মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা করা হল হরিকৃষ্ণ দ্বিবেদীকে (H K Diwedi)।

Advertisement

[আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক রাজ্য সঙ্গীত, বাংলা দিবস পালনেরও বিজ্ঞপ্তি নবান্নের]

প্রসঙ্গত, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি পরিষদীয় দপ্তরের প্রধান সচিব এবং পর্যটন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। উল্লেখ্য, এতদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন বি পি গোপালিকা। তাঁর পদোন্নতি হয়েছে। হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ায় রাজ্যের মুখ্যসচিব হয়েছেন গোপালিকা। রবিবারই নতুন দায়িত্ব গ্রহণ করেন। ফলে ফাঁকা হয়ে যায় স্বরাষ্ট্র সচিবের পদ। সেখানেই এলেন পোড় খাওয়া IAS নন্দিনী চক্রবর্তী।

[আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক রাজ্য সঙ্গীত, বাংলা দিবস পালনেরও বিজ্ঞপ্তি নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement