দীপালি সেন: প্রাক্তন বিচারপতির পর এবার অস্থায়ী উপাচার্য পদে প্রাক্তন আইপিএস। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে কেরালা ক্যাডারের প্রাক্তন আইপিএস এম ওয়াহাবকে নিয়োগ করেছেন আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোস। এম ওয়াহাব জানিয়েছেন, তাঁর সম্মতি নিয়েই তাঁকে এই পদে নিয়োগ করেছেন আচার্য। আগামী ২৬ জুলাই তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদের দায়িত্বভার গ্রহণ করবেন।
যদিও অস্থায়ী উপাচার্য পদে প্রাক্তন আইপিএসকে নিয়োগ করায় তীব্র বিতর্ক ছড়িয়েছে রাজ্যের শিক্ষামহলে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা শিক্ষাবিদ পবিত্র সরকারের কথায়, “বুঝতে পারছি না। ব্যাপারটা কেমন যেন ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’র মতো হয়ে যাচ্ছে। আইপিএস হলেই অযোগ্য হবে বলছি না। কিন্তু, উপাচার্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান। আইপিএস মহাশয়ের বায়োডেটা জানি না। ফলে, তাঁর অ্যাকাডেমিক প্রধান হওয়ার যোগ্যতা আছে কি না, তাও জানি না।”
বক্তব্যে পবিত্রবাবুর আরও সংযোজন, “রাজ্যপাল যদি সত্যি নিজের ক্ষমতার উপর এতই আস্থা রাখেন, তাহলে স্থায়ীভাবে নিয়োগ করে বিশ্ববিদ্যালয়গুলিকে মুক্তির পথ দেখান। ১৫ দিন অন্তর অন্তর উপাচার্য বদল, খেলার মতো। এটা শিক্ষার রুগ্নতাকেই প্রকাশ করে।” আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতির কথায়, “আচার্য যেভাবে উপাচার্য নিয়োগ করছেন, তা প্রতিষ্ঠিত বিধি-আইন ও রীতিনীতি বহির্ভূত। আমাদের দাবি, আচার্য অবিলম্বে এই নিয়োগ নির্দেশিকা প্রত্যাহার করুন।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা হাই কোর্টের (Calcutta HC) প্রাক্তন বিচারপতি ও কর্ণাটক হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেছিলেন আচার্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.