Advertisement
Advertisement

Breaking News

কলকাতার বড়বাজার থেকে ধৃত গুলশন হামলার মূলচক্রী ইদ্রিশ

গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷

Gulshan Cafe Attack mastermind Idris Ali nabbed from Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 12:40 pm
  • Updated:March 9, 2017 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকার গুলশন ক্যাফেতে হামলায় জড়িত এক মূলচক্রীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হল৷ ধৃতের নাম ইদ্রিশ আলি৷ সূত্রের খবর, কলকাতার বড়বাজার থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের কাছ থেকে খবর পেয়ে ইদ্রিশকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷

গতবছর ঢাকায় হামলার পর থেকেই কলকাতায় পরিচয় গোপন করে লুকিয়ে ছিল ইদ্রিশ৷ বাংলা-সহ একাধিক ভাষা জানায় তার পক্ষে আত্মগোপন করে থাকায় সুবিধা হয়েছে বলে অনুমান পুলিশের৷ সূত্রের খবর, ইদ্রিশ যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে লুকিয়ে রয়েছে, সেই খবর পড়শি মুলুকের গোয়েন্দাদের কাছে ছিল৷ প্রতিবেশী হিসাবে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষকর্তারা বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দেয়৷ গতবছরের পয়লা জুলাই গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যু হয়৷ অভিযুক্ত জঙ্গিদের মধ্যে এখনও পর্যন্ত জামাত উল মুজাহিদিনের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement