সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয়। মোদির (Narendra Modi) উলটো পথে হেঁটে মানবিকতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে নারাজ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দাবি করলেন, গুজরাটের সেতু কাণ্ডের জন্য যারা দায়ী, তাঁদের কঠোর শাস্তি চাই। পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করলেন মমতা (Mamata Banerjee)।
রবিবার সন্ধেয় গুজরাটের (Gujarat) মোরবি সাক্ষী থাকে ভয়াবহ বিপর্যয়ের। মচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে প্রাণ গিয়েছে বহু মানুষের। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। গুজরাট ভোটের ঠিক আগে মোরবির এই সেতু দুর্ঘটনা বিজেপির জন্য রীতিমতো অস্বস্তির কারণ। এই পরিস্থিতিতে বিরোধীরা চাইলে বিজেপিকে আক্রমণ করে আরও কোনঠাসা করতেই পারত। ঠিক যেমনটা ২০১৬ বিধানসভা ভোটে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালে পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, ”দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। এটা রাজ্যবাসীর উদ্দেশে ঈশ্বরের বার্তা।”
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিম্নমানের রাজনীতির পক্ষে নন। গুজরাট প্রসঙ্গে সাফ বলে দিলেন,”মোরবির দুর্ঘটনায় অনেকগুলি মানুষের প্রাণ গিয়েছে। এটা নিয়ে রাজনীতি করব না। এটা মানবিকতা দিয়ে দেখা উচিত। ” প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের ঘটনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল মমতার কাছে। কিন্তু মোদিকে নিয়েও কোনওরকম মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলে দেন,”প্রধানমন্ত্রীকে নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”
এরপরই অবশ্য পুরো ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত চেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, “এই ধরনের দুর্ঘটনা সব রাজ্যেই ঘটে। এতে সরকারের কিছু করার থাকে না। তবে সব সেতুর আরও বেশি বেশি অডিট হওয়া উচিত। যারা এত মানুষের জীবন নিয়ে খেলছে তাদের শাস্তি হওয়া উচিত।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, যেসব সংস্থা এই সেতুগুলি বানায়, তারা যথাযোগ্য রক্ষণাবেক্ষণ করে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর সাফ দাবি, এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন। সুপ্রিম কোর্টের (Supreme Court) তত্ত্বাবধানে কমিটি গড়ে তদন্ত হওয়া উচিত। এরপর অবশ্য গুজরাট সরকারকে সামান্য খোঁচাও দিয়েছেন মমতা। বলে দিয়েছেন,”ওখানকার সরকার ভোট নিয়ে ব্যস্ত। তাই আহতদের এবং যাদের পরিবারের মানুষ মারা গিয়েছেন, তাঁদের ঠিকমতো সাহায্য করতে পারেনি।”
গুজরাটে যেভাবে ঘুরপথে তিন দেশের অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেটা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। মমতা সাফ বলে দেন, ”গুজরাটের এই মডেল বাংলায় নয়। গুজরাটে ভোট বলেই এসব করেছে। আমরা এখানে সবাই নাগরিক। এটা কার্যকর করতে দেব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.