গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ! জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা ফিরল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। রাজ্যের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে গত বুধবার এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে মামলা ফিরল বিচারপতি বসুর এজলাসে।
গত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য ছিল, এই মামলা শোনার এক্তিয়ার হাই কোর্টের নেই। এই মামলা শোনার এক্তিয়ার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। এর পালটা আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি বসুর এজলাসেই। পরবর্তীকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে উঠলে তিনি রেজিস্ট্রার মারফৎ সমস্ত মামলার শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তাই এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে প্রশ্ন তুলেছেন তাতেই কার্যত ক্ষুব্ধ হন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানান, যেহেতু অ্যাডভোকেট জেনারেল তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। পাশাপাশি, রাজ্যের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি।
কোনও মামলা থেকে বিচারপতি সরে দাঁড়াতে চাইলে নতুন কোন বিচারপতি সেই মামলা শুনবেন তা ঠিক করে দেন প্রধান বিচারপতি। এদিন সেই মতোই প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ফেরত পাঠালেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.