Advertisement
Advertisement

হরিশ মুখার্জি রোডে নয়, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের রুট বদলের নির্দেশ ডিভিশন বেঞ্চের

অভিষেকের পাড়ায় নয়, মিছিল হবে অন্যরুটে।

Group D aspirants procession's time and route to be changed, Says Calcutta HC | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 16, 2023 5:55 pm
  • Updated:May 16, 2023 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিশ মুখার্জি রোডে মিছিল নয়। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের সময় এবং রুট বদলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

চাকরির দাবিতে ১৭ মে সন্ধে ৬টায় শহিদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করতে চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। সেই পুলিশের তরফে অনুমতি মেলেনি। ফলে মিছিলের অনুমতি পেতে কলকাতা হাই কোর্টে মামলা করেন তাঁরা। গত সপ্তাহেই আদালতে আবেদন জানানো হয়। সোমবার সেই মিছিল করায় সবুজ সংকেত দেয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। বিচারপতি মান্থা জানিয়ে দেন, শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করা যাবে। এক্ষেত্রে কিছু শর্তও বেঁধে দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানান, ওই রুটে হ্যারিকেন নিয়ে প্রায় ৬০০ চাকরিপ্রার্থী মিছিল করবেন।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকের ক্ষতে প্রলেপ দেবে নতুন সংসদ ভবন! চলতি মাসেই উদ্বোধন]

সিঙ্গল বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওই হাই সিকিউরিটি এলাকায় মিছিল হলে যানজট হতে পারে। সেই যুক্তিতে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই মামলার প্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের মিছিলের রুট বদলের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। মিছিল করার অনুমতি দিলেও চাপানো হল আরও একাধিক শর্ত।

[আরও পড়ুন: কর্ণাটকের বিজয়ী প্রার্থীদের ৯৭ শতাংশই কোটিপতি! অর্ধেকের বেশির বিরুদ্ধে ফৌজদারি মামলা!]

এদিন হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হাজরা ও হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে পারবেন না চাকরিপ্রার্থীরা। ওই রুট বাদ দিয়ে মিছিল করতে হবে। আশুতোষ মুখার্জি রোড হয়ে মিছিল যেতে পারে। কালীঘাট মন্দিরের আগে পুলিশের ব্যারিকেড পর্যন্ত যাবে মিছিল। সেই সঙ্গে মিছিলের সময় পরিবর্তনেরও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সন্ধে ৬টায় মিছিল হলে চরম যানজোট ১২ টা থেকে সাড়ে ৪ টের মধ্যে মিছিল শেষ করতে হবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement