অর্ণব আইচ: টুর্নামেন্ট চলাকালীন ল্যাপটপ খোয়া গেল গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার৷ রবিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঘটে চুরির ঘটনাটি৷ ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ময়দান থানায়৷ সিসিটিভি ফুটেজ ঘেঁটে চুরির কিনারা করতে তৎপর পুলিশ৷
[ফের এটিএম জালিয়াতি, গড়ফায় মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ টাকা]
গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া৷ যাতে তিনি ছাড়াও অংশগ্রহণ করেন আরও চারজন প্রতিযোগী৷ জানা গিয়েছে, খেলা চলাকালীন নিজের ল্যাপটপটি স্টেডিয়ামের অফিস ঘরে রেখে যান দিব্যেন্দু৷ সেই ঘরে ছিলেন আরও কয়েকজন ব্যক্তি৷ পাঁচ মিনিটের জন্য অফিস ঘরের বাইরে যান তাঁরা৷ ফিরে এসে দেখেন ল্যাপটপটি আর ওই স্থানে নেই৷ দিব্যেন্দু বড়ুয়া জানান, এরপরেই তিনি ফোন করেন ময়দান থানায়৷ সমস্ত ঘটনা জানানো হয় পুলিশকে৷ ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ৷ তাঁরা জিজ্ঞাসাবাদ করেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের৷ সূত্রের খবর কর্মীদের কাছে জানতে চাওয়া হয়, প্রতিযোগিতা চলাকালীন কেউ ভিতরে ঢুকেছে কিনা৷ সন্দেহজনক কাউকে নজরে পড়েছে কিনা ৷
[সিনেমার কায়দায় গঙ্গায় স্টান্টবাজি, মর্মান্তিক পরিণতি যুবকের]
সোমবার সকালে নিজে ময়দান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করতে চাইছে পুলিশ৷ দিব্যেন্দু জানান, ল্যাপটপটিতে তাঁর খেলা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে৷ খেলার বিভিন্ন শিডিউল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি রয়েছে তাতে৷ ফলে ল্যাপটপটি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.