গোবিন্দ রায়: বৈশাখের দাবদাহে জ্বলছে বাংলা। চিকিৎসকরা বলছেন, সুস্থ থাকতে হালকা পোশাক পরুন। এমন আবহে বুধবার থেকে কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের আদালতগুলোতে কালো কোটের সঙ্গে ‘গাউন’ পরা বাধ্যতামূলক নয়।
বর্তমান পরিস্থিতিতে অত্যধিক গরমের জন্য হাই কোর্টের আইনজীবীদের তিনটি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হাই কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান আবহাওয়ার বিবেচনা করে, ২৩ এপ্রিল ২০২৫ থেকে আগামী ৯ জুন পর্যন্ত কলকাতা হাই কোর্ট, এবং হাই কোর্টের সার্কিট বেঞ্চ সহ রাজ্যের সব আদালতে আইনজীবীর গাউন পরা ঐচ্ছিক করা হয়েছে।
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলেছে, আজ থেকেই হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলি ফের তাপপ্রবাহের কবলে চলে আসবে। বুধ থেকেই সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির আশঙ্কা আবহবিদদদের। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভবনা কার্যত আর নেই। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। এতে অবশ্য অস্বস্তিকর পরিবেশ কাটবে না। মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ লাফিয়ে বাড়বে অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধ থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমের পাঁচটি জেলা – বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা।
গত সপ্তাহে সামান্য হলেও কালবৈশাখীর সাক্ষী ছিল দক্ষিণবঙ্গ। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হয়েছিল। সপ্তাহান্তেও কোথাও কোথাও ঝড়বৃষ্টি হয়েছে। কিন্তু সোমবার থেকে আবহাওয়ায় আমূল বদল ঘটেছে। ফের তাপমাত্রা বাড়ছে। সপ্তাহের প্রথমদিন গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে শহরবাসীর। সোমবার শহরে সর্বোচ্চ পারদ ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। রোদের তেজ আর আর্দ্রতার জোড়া ফলা অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। সপ্তাহান্তে গরমের দাপট আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই আবহে পোশাক নিয়ে নয়া নির্দেশিকা দিল হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.