Advertisement
Advertisement

Breaking News

৬ কোটি টাকা খরচ করে সিঙ্গুরে শহিদ বেদি তৈরির সিদ্ধান্ত রাজ্যের

টেন্ডার আহ্বান করে বিজ্ঞপ্তি জারি পূর্ত দপ্তরের৷

Govt to build memorial in Singur
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 5, 2018 7:42 pm
  • Updated:December 5, 2018 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় যেমন ২১ জুলাইয়ের শহিদ বেদি আছে, তেমনি শহিদ বেদি এবার তৈরি হবে সিঙ্গুরেও৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ৬ কোটি টাকা খরচ করে শহিদ বেদি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ টেন্ডার আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ত দপ্তর৷

[রথযাত্রা আদৌও হবে তো? আশঙ্কার চোরাস্রোত বঙ্গ বিজেপির অন্দরেই]

Advertisement

এ রাজ্যে পালাবদলের বীজ বপন করেছিল সিঙ্গুরের জমি আন্দোলন৷ বাম জমানার শেষলগ্নে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরের ৯৯৭ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ জমি দিতে রাজি ছিলেন না কৃষকদের একটি বড় অংশ৷ সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয়, সিঙ্গুরের জমি ফেরতের দাবিতে ২৬ দিন ধরে অনশনও করেছিলেন তিনি৷ ২০১১ সালে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসার পরই আইন করে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়েও দিয়েছিলেন৷ সেই আইনকে চ্যালেঞ্জ করে আবার টাটারা মামলা করে সুপ্রিম কোর্টে৷ কিন্তু শীর্ষ আদালতের জয় হয় বর্তমান রাজ্য সরকারেরই৷ বাম আমলের জমি অধিগ্রহণের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করাই শুধু নয়, ১২ সপ্তাহের মধ্যে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি গোপাল গৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ৷ এদিকে আন্দোলন পর্বে সিঙ্গুরে তাপসী মালিক নামে এক কিশোরীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল৷ সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে টাটাদের সেই ন্যানো কারখানার জমিতেই শহিদ বেদি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ জানা গিয়েছে, প্রায় এক একর জমিতে ৪০ ফুট উঁচু একটি বেদি তৈরি করা হবে৷ বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে পূর্ত দপ্তর৷

১৯৯৩ সালে ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে শামিল হয়েছিলেন যুব কংগ্রেস কর্মীরা৷ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় পুলিশ৷ গুলিবিদ্ধ হয় মারা যান ১৩ জন৷ সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২১ জুলাই শহিদ সমাবেশ করে তৃণমূল কংগ্রেস৷ কলকাতায় নিহতদের স্মরণে শহিদ বেদি তৈরি করেছে রাজ্য সরকার৷

অন্তরার রহস্যমৃত্যুতে নয়া মোড়, মিলল সুরজিতের প্রেমিকার খোঁজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement