Advertisement
Advertisement
হাই কোর্ট

বনগাঁ মামলার জের, হাই কোর্টে বিচারপতির এজলাস বয়কট রাজ্যের আইনজীবীদের

হাই কোর্টের বিচারপতির নামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখছেন রাজ্যের আইনজীবীরা৷

Govt lawyers boycott Justice Samapti Chatterjee's court
Published by: Tanujit Das
  • Posted:July 22, 2019 11:58 am
  • Updated:July 22, 2019 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনগাঁ মামলায় প্রথম রাজ্যের অ্যাডভোকেট জেনালের কিশোর দত্তের সঙ্গে নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি৷ আজ, সোমবার হবে এই মামলার রায়দান৷ কিন্তু তার আগেই হাই কোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের আইনজীবীরা৷ তাঁদের অভিযোগ, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করছেন বিচারপতি৷ অনভিপ্রেত ভাবে সমস্ত ক্ষেত্রে বনগাঁ মামলাকে টেনে আনছেন৷’’ সূত্রের খবর, সমস্তটা বিষয়টা জানিয়ে সমাপ্তি চট্টোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে নালিশও করছেন রাজ্যের আইনজীবীরা৷

[ আরও পড়ুন: স্কুটি-বাইক চুরি করে জয়রাইডের পর ফেরত, কলকাতায় গ্রেপ্তার দুই মডেল]

Advertisement

আদালত সূত্রে খবর, সোমবার গঙ্গারামপুর পুরসভার অনাস্থা মামলার শুনানি চলার সময় এজলাস থেকে বেরিয়ে যান রাজ্যের আইজীবীরা৷ এরপরই ভাস্কর বৈশ্য, সুমন ভট্টাচর্যের মতো রাজ্যের আইনজীবীরা সিদ্ধান্ত নেন যে, সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করবেন তাঁরা৷ মূলত তিনটে অভিযোগে আইনজীবীরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁদের মতে, ‘‘এক, আদালত হচ্ছে একটা মন্দির৷ সেখানে বিভিন্ন সময়ে অনভিপ্রেত মন্তব্য করে আদালতের মর্যাদা নষ্ট করছেন বিচারপতি৷ দুই, প্রতিটি মামলার ক্ষেত্রে বনগাঁ মামলাকে টেনে আনছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ তিন, এজলাসে রাজনৈতিক নেতাদের মতো মন্তব্য করছেন বিচারপতি৷’’ জানা গিয়েছে, সমগ্র বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে সমাপ্তি চট্টোপাধ্যায়ের নামে চিঠিও লিখতে চলেছেন তাঁরা৷

প্রসঙ্গত, গত সপ্তাহে বনগাঁ পুপসভার অনাস্থা মামলায় পুর চেয়ারম্যান শংকর আঢ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘মানুষের সুবিধার জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে৷ জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে৷ সংখ্যাগরিষ্ঠতা যখন আপনার সঙ্গে নেই, তখন আপনাকে আস্থা ভোটের মুখোমুখি হতেই হবে৷ ফল ভোগ করতেই হবে৷ এত নির্লজ্জ কেন আপনি? কেন চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন?’’ এমনকী, ওইদিন অ্যাডভোকেট জেনারেলের (এজি) প্রতিও ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ আস্থা ভোটের ইও বা এগজিকিউটিভ অফিসারের পেশ করা রিপোর্ট, এজি পড়ে শোনাতে গেলে, তাঁকে থামিয়ে দেন বিচারপতি৷ বলেন, ‘‘ওটা গীতা নাকি যে শুনতেই হবে৷ একদল কাউন্সিলর যে ইও-কে দিয়ে জোর করে ওই রিপোর্ট লিখিয়ে নেননি, তার কী প্রমাণ রয়েছে?’’ এরপরই তিনি প্রস্তাব দেন, আবার আস্থা ভোট হোক বনগাঁ পুরসভায়৷ এসপির উপস্থিতিতে ডিএম বা এসডিও অফিসে হোক সভা৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাক পুর চেয়ারম্যান শংকর আঢ্য৷ সোমবার দুপুর ২টোয় আবার বনগাঁ মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে৷

[ আরও পড়ুন: স্কুটি-বাইক চুরি করে জয়রাইডের পর ফেরত, কলকাতায় গ্রেপ্তার দুই মডেল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement