সোমনাথ রায়, নয়াদিল্লি: কেন্দ্রের কাছে পৌঁছে গিয়েছে রাজ্যের নাম বদলের প্রস্তাব। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai)। উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চান, বাংলার নাম বদলের প্রস্তাব কেন্দ্রের কাছে পৌঁছেছে কিনা। যদি পৌঁছে থাকে তাহলে সে বিষয়ে কী পদক্ষেপ করেছে কেন্দ্র? সেই সঙ্গে সাজদা (Sajda Ahmed) জানতে চান, গত পাঁচ বছরে কেন্দ্র সরকার কোন কোন জায়গার নাম বদলের প্রস্তাবে সায় দিয়েছে? আর নাম বদলের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নিয়ম আছে কিনা।
সাজদার প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব তাদের কাছে পৌঁছেছে৷ বাংলা, হিন্দি এবং ইংরাজি তিন ভাষাতে আলাদা আলাদা নামের পরিবর্তে শুধু ‘বাংলা’ নামটি ব্যবহারের দাবি জানিয়েছে রাজ্য সরকার। তবে এ বিষয়ে কেন্দ্র আর কোনও পদক্ষেপ করেছে কিনা সেটা স্পষ্ট করেননি নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, কোনও হেরিটেজ জায়গার নাম বদলের নির্দিষ্ট কোনও নিয়মাবলী নেই। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, গত পাঁচ বছরে সাতটি জায়গার নাম বদলের অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজও।
প্রসঙ্গত, রাজ্যের নাম তিন ভাষায় তিন রকম রাখার বদলে সব ভাষাতেই ‘বাংলা’ রাখার পক্ষে দীর্ঘদিন ধরে সওয়াল করে আসছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নাম বদলের প্রস্তাব পাশ করে অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে অনেক আগেই৷ সেই প্রস্তাবের প্রাপ্তি এদিন স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এর আগে রাজ্যের পাঠানো প্রস্তাব বার দুই খারিজ করেছে কেন্দ্র।
বস্তুত, রাজ্যই হোক কিংবা শহর, স্বাধীন ভারতে নাম বদল নতুন নয়৷ বম্বে এখন মুম্বই আর মাদ্রাজ হয়েছে চেন্নাই৷ উড়িষ্যা নয়, পড়শি রাজ্যের নাম ওড়িশা৷ এমনকী, নাম বদলেছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিরও৷ আগে এই এলাকার নাম ছিল পন্ডিচেরি৷ কিন্তু, মোদি জমানায় যেন দেশের বিভিন্ন জায়গার নামবদলের হিড়িক পড়ে গিয়েছে৷ নিয়মমাফিক প্রথমে নামবদলের প্রস্তাব সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় পাস করাতে হয়, তারপর রাজ্যের তরফে প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে৷ স্বরাষ্ট্রমন্ত্রক যদি প্রস্তাবে সায় দেয়, তাহলে রাজ্য, শহর কিংবা রেলস্টেশনের নাম বদলে যায়৷ প্রশ্ন হচ্ছে, কেন্দ্র যদি রাজ্যের নাম বদলের প্রস্তাব পেয়েই থাকে, তাহলে সেই প্রস্তাব নিয়ে কোনও পদক্ষেপ করেনি কেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.