সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব ক্রমশ জোরাল হচ্ছে। এদিকে বিধানসভায় পাশ হওয়া পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিলটিতে রাজ্যপাল সই না করায় রাজভবনের হলফনামা চেয়েছে হাই কোর্ট। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের পরিচালন পদ্ধতি সরল করতে নয়া কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
বিষয়টা ঠিক কী? বিশ্ববিদ্যালয়ের পরিচালন পদ্ধতি সরল করতে নয়া কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যার নাম স্পিড প্রোগ্রাম। মঙ্গলবার রাতে রাজভবনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ২৫ টি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এখানেই শেষ নয়, যা কাজ বাকি রয়েছে সেগুলি চিহ্নিত করে তা আগে শেষ করার কথাও বলা হয়েছে।
জানা গিয়েছে, রাজভবনে একটি রিয়েলটাইম মনিটরিং সেলও স্থাপন করা হয়েছে। একটি হেল্প লাইন চালু করা হয়েছে। নম্বর-০৩৩-২২০০১৬৪২। সেখানে যে কোনও সময় উপাচার্যরা যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা। অভিযোগ জানানো যাবে মনিটরিং সেলেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.