সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার আইনশৃঙ্খলা নিয়ে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ( Governor Jagdeep Dhankhar)। তুলে ধরলেন প্রতি জেলার ধর্ষণ, অপহরণের পরিসংখ্যান। যদি বিন্দুমাত্র দেরি না করে সেই পরিসংখ্যানকে ভ্রান্ত বলে দাবি করল রাজ্য সরকারও। সমস্ত তথ্য যাচাই করা বলে দাবি করে পালটা টুইটে রাজ্যকে ক্ষমা চাইতে বললেন রাজ্যপাল। সবমিলিয়ে মঙ্গলবারও নবান্ন বনাম রাজভবনের লড়াই তুঙ্গে উঠল।
এদিন দুপুরে টুইটার হ্যান্ডেলে গত আগস্ট মাসে রাজ্যের কোন জেলায় কত সংখ্যক ধর্ষণ ও অপহরণের ঘটনা ঘটেছে, তা প্রকাশ করেন জগদীপ ধনকড়। ওই পরিসংখ্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Bannerjee) ট্যাগ করে লেখেন, “রাজ্যে ধর্ষণ ২২৩ ও অপহরণের ঘটনা ৬৩৯টি। পরিসংখ্যান বলছে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।” একইসঙ্গে রাজ্য ও কলকাতা পুলিশকে দ্রুত আইনশৃঙ্খলার দিকে নজর দিতেও বলেন।
Rapes-223 and Kidnappings-639 @MamataOfficial in August 2020 as per official reports indicate worrisome state of crime against women- a cause of concern.
Time to douse fire under feet and put law and order in place @WBPolice @KolkataPolice before attending flames elsewhere. pic.twitter.com/302U2kkUTf
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 6, 2020
এর কিছু পরেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে দাবি করা হয়, বাংলার ধর্ষণ ও অপহরণ নিয়ে যে ‘পরিসংখ্যান’ রাজভবনের তরফে প্রকাশ করা হয়েছে, তা কোনও সরকারি রিপোর্ট বা তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়নি। অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”
Rajbhavan dissemination of WB “statistics” on rape and kidnapping is not based on any official report, data, or information. Allegations are baseless, ill- founded, and misguiding: totally incongruous with authentic facts and figures.
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 6, 2020
এরপর টুইটারে ফের সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। দাবি করেন, রাজ্য সরকারের জবাবে তিনি স্তম্ভিত। রাজ্যপালের দাবি, ধর্ষণ ও অপহরণ সংক্রান্ত প্রতিটি জেলা থেকে তিনি অফিসিয়াল রিপোর্ট পেয়েছেন। প্রতিটি তথ্য যাচাই করা হয়েছে। এই তথ্য অস্বীকার করার জন্য রাজ্য সরকারের ক্ষমাপ্রার্থনা ও ভুল স্বীকার করা উচিত বলে দাবি রাজ্যপালের।
Stunned @MamataOfficial terrible misrepresentation. Must apologetically withdraw and make amends. Statistics of Rapes-223 and Kidnappings-639 in August 2020 emanate from authentic reports officially sent to me from each of Divisions. All figures after due diligence. https://t.co/I4fN5ynHJe
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 6, 2020
তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল রাজ্যের সমালোচনা করেছেন। রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের ভর্ৎসনাও করেছেন। তবে এবার যেভাবে তথ্য-পরিসংখ্যান তুলে রাজ্যকে আক্রমণ করলেন, তা এক কথায় নজিরবিহীন। ইতিপূর্বে বাংলার কোনও রাজ্যপালকে এভাবে সরাসরি রাজ্যের বিরোধিতা করতে দেখা যায়নি বলেই দাবি। ওয়াকিবহাল মহল বলছেন, বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের ধর্ষণ, মহিলাদের নিরাপত্তা নিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই পরিসংখ্যান তাঁকে পালটা চাপে ফেলতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.