সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শুরু থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। টানা ছুটির পর ফের অফিসমুখী চাকুরিজীবীরা। সুরক্ষার খাতিয়ে কমবেশি প্রত্যেকেই মানছেন সরকারি নির্দেশ। ব্যবহার করছেন মাস্ক-স্যানিটাইজার। মানছেন সামাজিক দূরত্বের বিধিও। কিন্তু তা সত্ত্বেও শেষ ৬ দিনে রাজ্যের আক্রান্ত ও মৃত্যুর হার কপালে ভাঁজ ফেলেছে প্রত্যেকের। এই পরিস্থিতি রবিবার টুইটে ফের রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, “রাজনীতি না করে এখন জনস্বার্থে কড়া পদক্ষেপ নিন।” ধনকড়ের এই টুইটেই ফের শুরু বিতর্ক।
Highest single-day spike in number of Covid-19 cases was recorded june 6.
Ensure compliance of Protocol to avert catastrophic situation.
Tough measures @MamataOfficial needed as there is cliff hanging situation.
Decisions must be inspired by public interest and not politics.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2020
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে প্রতিদিনই রাজ্যে সংক্রমিত হয়েছেন প্রায় ৪০০ মানুষ। ৬ জুন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০-এর গণ্ডিও। পাল্লা দিয়ে রোজই বাড়ছে মৃতের সংখ্যাও। এর পিছনে সরকারের ঢিলেঢালা মনোভাবই দায়ী, হাবেভাবে এদিন এমনটাই বোঝালেন ধনকড়। মুখ্যমন্ত্রীকে সতর্ক করার পাশাপাশি তোপ দাগলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। করোনা পরীক্ষা ও মৃতের সংখ্যা প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। সাংসদকে কটাক্ষ করে বললেন, ” নমুনা পরীক্ষার বহু রিপোর্ট এখনও অপ্রকাশিত। এতে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এটা কি স্বচ্ছতার উদাহরণ!” তবে টুইটে রাজ্যপালের এই মন্তব্যের পালটা দিয়েছেন ডেরেক ও’ব্রায়েনও।
Awaiting @derekobrienmp as to how many test reports results are awaited! And the delay therein. Flagged the issue to him days back.
Surely this is not transparency !As media spokesperson on this @MamataOfficial expected his response.
Delay in test results defeats very purpose. https://t.co/M0vJXC85um
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2020
প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর কখনই রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দেখা যায়নি রাজ্যপালকে। বারবার বিভিন্ন বিষয়ে রাজ্যকে আক্রমণ করেছেন তিনি। পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। করোনা আবহে কখনও রাজ্যের প্রশংসা করলেও পরমুহূর্তে উলটো সুর শোনা গিয়েছে ধনকড়ের গলায়। সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করেও প্রকাশ্যে এসেছিল রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.