দীপঙ্কর মণ্ডল: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (Uttar Banga Krishi Viswavidyalaya) নতুন উপাচার্য হলেন স্বরূপ চক্রবর্তী। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটে জানিয়েছেন এই খবর। আগামী চার বছরের জন্য দায়িত্বে থাকবেন স্বরূপবাবু।
উপাচার্য পদে নিয়োগ কে করেন তা নিয়ে সম্প্রতি রাজভবন এবং উচ্চশিক্ষা দপ্তরের বাকযুদ্ধ শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়েছেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। গত মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের নাম প্রথম টুইট করেন রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য। অর্থনীতির এই অধ্যাপককে তিনি নিয়োগ করেছেন বলে দাবি করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বেশ কিছুক্ষণ পর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) টুইটে দাবি করেন, উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশে গঠিত সার্চ কমিটি অধ্যাপক মুখোপাধ্যায়কে বেছে নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে পালটা ধনকড় বলেন, সার্চ কমিটির চেয়ারপার্সনকেও নিয়োগ করেন আচার্য। উপাচার্য নিয়োগের ক্ষমতা শুধু তাঁর হাতেই আছে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি রাজ্যপালের আক্ষেপ, তিনি ন্যূনতম যে সৌজন্য আশা করেন, তা পাচ্ছেন না। এই টুইট যুদ্ধ চলাকালীন বৃহস্পতিবার রাজ্যপাল জানিয়েছেন, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছেন। শুক্রবার জানালেন স্বরূপ চক্রবর্তীর নিয়োগের কথা।
In exercise of powers u/s 25(2)(a) of Uttar Banga Krishi Viswavidyalaya Act, Dr. Swarup Chakrabarti has been appointed Vice Chancellor of Uttar Banga Krishi Viswavidyalaya for four years from the date he joins the post or till he attains age of 65 years, whichever is earlier.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 18, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.