Advertisement
Advertisement
C V Ananda Bose

মুখ্যমন্ত্রীকে বিজয়ায় মিষ্টি পাঠালেন রাজ্যপাল বোস, শুভেচ্ছা মন্ত্রীদেরও

মুখ্যমন্ত্রীও পুজো শেষে দলের সাংসদ, বিধায়কদের মিষ্টি পাঠিয়েছেন।

Governor C V Ananda Bose sends Puja wishes To CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 25, 2023 9:20 pm
  • Updated:October 25, 2023 9:20 pm  

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিজয়ার মিষ্টি পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন‌্যদিকে মুখ‌্যমন্ত্রীও পুজো শেষে দলের সাংসদ, বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। বিশিষ্ট ব‌্যক্তিত্বদেরও শুভেচ্ছা জানিয়েছেন মুখ‌্যমন্ত্রী।

রাজ্যের সব বিধায়কই মমতার শুভেচ্ছা চিঠি পেয়েছেন। বুধবার বিকেলেই মুখ‌্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে দলের মন্ত্রী, সাংসদ ও বিধায়ক ছাড়াও বহু বিশিষ্ট ব‌্যক্তিত্ব বিজয়া সেরেছেন। অন‌্যদিকে মুখ‌্যমন্ত্রীর পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ব্রাত‌্য বসু (Bratya Basu), শোভনদেব চট্টোপাধ‌্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ডাঃ শশী পাঁজা-সহ মন্ত্রিসভার কয়েকজন সদস‌্যকেও বিজয়া দশমীর মিষ্টি পাঠিয়েছেন রাজ‌্যপাল। সূত্রের খবর, রাজভবন থেকে মিষ্টি গিয়েছে কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ বেশ কয়েকজন পদস্থ পুলিশকর্তা এবং সচিবদের কাছেও।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই দল ছেড়ে বাংলাদেশ ফিরলেন শাকিব, ব্যাপারটা কী?]

মুখ‌্যমন্ত্রী পুজোয় বাড়িতে থাকলেও সারাক্ষণই কলকাতার পাশাপাশি জেলাগুলিতে নজরদারি চালিয়েছেন। মুখ‌্যসচিব থেকে সমস্ত জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল নিয়মিত। বস্তুত উৎসব যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি মুখ‌্যমন্ত্রী ছিলেন সতর্ক। মুখ‌্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল হচ্ছে।

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল দুই কামরা, ভাইরাল ভিডিও]

এখানেই শেষ নয়, আসন্ন কালীপুজো ও দীপাবলি নিয়েও পুলিশ এবং প্রশাসনের পাশাপাশি দলীয় বিধায়কদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরামর্শও দিয়েছেন। বিধায়কদের পাঠানো বিজয়ার শুভেচ্ছা চিঠিতে মুখ‌্যমন্ত্রী লিখেছেন, ‘‘আসছে আলোর উৎসব দীপাবলি ও শ‌্যামাপুজা। আপনাদের সবার জন‌্য রইল দীপাবলির আগাম শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। সকলের স্বতস্ফূর্ত সহযোগিতায় এবং শান্তিপূর্ণ অংশগ্রহণে আগামী উৎসবের দিনগুলিতেও হয়ে উঠবে আনন্দমুখর ও স্মরণীয়, এই আশা রাখি।’’ শুভেচ্ছাবার্তার পাশাপাশি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন মুখ‌্যমন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement