ছবি: শুভাশিস রায়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা জটিলতা কাটিয়ে অবশেষে বিধায়ক পদে শপথ নিলেন ধূপগুড়ির (Dhupguri)জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়। শনিবার বিকেলে রাজভবনের ছোটখাটো অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। হাজির ছিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুধুমাত্র উপ মুখ্য সচেতক তাপস রায়ের উপস্থিতিতেই হল শপথ গ্রহণ। তবে এই অনুষ্ঠানেও বিতর্ক উসকে দিলেন রাজ্যপাল (Governor)। রাজ্যের পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে গুরুতর অভিযোগ আনলেন তিনি। বললেন, ”বাইরে সন্ত্রাস আর ভিতরে নজরদারি চলছে।”
দিন দুই আগেই নবান্ন আর রাজভবন (Rajbhaban)সংঘাতে যুক্ত হয় আরও একটি প্রসঙ্গ। রাজভবনে কলকাতা পুলিশ (Kolkata Police) নজরদারি চালাচ্ছে, এই অভিযোগ তুলে রাজভবন থেকে পুলিশ হঠানোর সুপারিশ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের রেসিডেন্সিয়াল কিংবা অফিসিয়াল চত্বরে থাকবে না উর্দিধারীরা। তার পরিবর্তে রাজ্যপালের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী অথবা সিআরপিএফের (CRPF) নিরাপত্তার দায়িত্বে থাকবে। তা নিয়ে কম তরজা হয়নি। তৃণমূল-বিজেপি নেতারা নিজেদের মধ্যে বাকযুদ্ধে জড়িয়েছিলেন।
শনিবার শপথ অনুষ্ঠানেও সেই প্রসঙ্গ টানলেন রাজ্যপাল। ধূপগুড়ির রাজবংশী বিধায়ক নির্মলচন্দ্র রায়কে (Nirmal Chandra Roy) শপথ পড়ানোর পর রাজভবনেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, ”রাজভবনের বাইরে ভায়োলেন্স আর ভিতরে বাই লেন্স।” রাজভবন থেকে কলকাতা পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়েই যে এই প্রসঙ্গের উত্থাপন, তা বুঝতে বাকি নেই কারও। তবে এদিন প্রথা ভেঙে স্পিকারের অনুপস্থিতিতে রাজভবনে বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.