সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য বিধানসভার বাজেটে ৩ শতাংশ বাড়তি ডিএ’র কথা ঘোষণা করা হয়েছে। তবে তাতেও অখুশি সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ’র দাবিতে এখনও অনড় তাঁরা। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। শুক্রবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলেরও ডাক দেওয়া হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। আবেদনে বলা ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে হাই কোর্ট। কিন্তু সেই রায়ের পরেও মেলেনি ডিএ। এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী শুনানি।
তারই মাঝে শহিদ মিনারে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া ৩৫ শতাংশ ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। এই পরিস্থিতিতে বুধবার আরও ৩ শতাংশ বাড়তি ডিএ’র কথা ঘোষণা করা হয়। তাতে আরও ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ। আগামী ২০ ও ২১ জানুয়ারি একটানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। পরপর দু’দিন সরকারি কর্মীদের কর্মবিরতিতে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আন্দোলন যে কেউ করতেই পারেন। তবে ডিএ নিয়ে সুর চড়ানোর আগে সকলের মনে রাখা উচিত কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দেয় না। তাই ডিএ’র পাশাপাশি কেন্দ্রকেও টাকা ফেরানোর দাবি জানানো প্রয়োজন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.