Advertisement
Advertisement

অ্যাসিড আক্রান্তকে ক্ষতিপূরণ, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেবে রাজ্য

হাই কোর্টে গাইড লাইন তৈরির কথা জানাল রাজ্য।

Gov will pay compensation, bear medical expenses of acid victims
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2017 7:12 am
  • Updated:March 11, 2017 7:12 am  

শুভঙ্কর বসু: অ্যাসিড আক্রান্তরা ন্যূনতম তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ তো পাবেনই সেইসঙ্গে আক্রান্তকে বিনামূল্যে চিকিত্সা দেবে রাজ্য সরকার৷ সরকারি বা বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ শুক্রবার সাত অ্যাসিড আক্রান্তর দায়ের করা একটি মামলায় একথা জানাল রাজ্য সরকার৷

এছাড়াও বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন জানিয়েছেন, অ্যাসিড আক্রান্তর বয়স যদি ১৪ বছরের কম হয় তাহলে ন্যূনতম ক্ষতিপূরণের পরিমাণ হবে দ্বিগুণ৷ অ্যাসিডে আক্রান্তর দেহ যদি ৫০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক তিন লক্ষের বেশি হবে৷ অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, “কেন্দ্রীয় সরকার অ্যাসিড আক্রান্তদের চিকিৎসার জন্য ২০০ কোটি টাকার একটি তহবিল করেছে৷ সেই তহবিল থেকে রাজ্য সরকারকে ১২.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এই অর্থ অ্যাসিড আক্রান্তদের চিকিৎসায় খরচ করা হবে৷”

Advertisement

(বহুতল থেকে রং ছুড়লে হতে পারে হাজতবাসও)

অ্যাসিড আক্রান্তকে রাজ্যের প্রস্তাবিত ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে. প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দত্ত৷ এর আগে আক্রান্তকে ক্ষতিপূরণ দিতে স্পেশাল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সেল তৈরিরও নির্দেশ দেন তিনি৷ বিচারপতির নির্দেশ ছিল, অ্যাসিড আক্রান্তরা ভবিষ্যতে কীভাবে ক্ষতিপূরণ পাবেন, তা নির্ধারণে একটি গাইডলাইন তৈরি করুক রাজ্য সরকার৷

(অ্যাঞ্জিও না করেই বিল করে অ্যাপোলো, মুখ্যমন্ত্রীকে রিপোর্ট তদন্ত কমিটির)

পরবর্তীতে রাজ্য জানায়, রাজ্যপাল এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন৷ তাতে বলা হয়েছে, অ্যাসিড আক্রান্তরা ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন৷ গাইডলাইন না করে বিজ্ঞপ্তি জারির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দত্ত৷ তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট পরিবর্তন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মামলায় দুই অ্যাসিড আক্রান্ত বোনের মধ্যে এক বোনকে তিন লক্ষ ও অন্য বোনকে ক্ষতিপূরণ বাবদ ভ্লঙ্ম লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে৷ লক্ষ্মী নামে অন্য এক অ্যাসিড আক্রান্তর দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, অ্যাসিড আক্রান্তরা ন্যূনতম তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন৷ কিন্তু আক্রান্তের অবস্থা ও বয়স যাচাই করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার৷ এক্ষেত্রে রাজ্যপালের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে, এ রাজ্যে ন্যূনতম তিন লক্ষ টাকাকেই মান্যতা দেওয়া হয়েছে৷ কেন অ্যাসিড আক্রান্তরা এর থেকে বেশি ক্ষতিপূরণ পাবেন না, সে বিষয়ে রাজ্য সরকারের জবাব তলব করেন বিচারপতি৷ বিচারপতি প্রশ্নের জবাবে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাসিড আক্রান্তদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচির কথা জানান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement