Advertisement
Advertisement
Justice Mantha

মান্থার এজলাসে ফের গরহাজির আইনজীবীরা, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা বিচারপতির

এদিকে মান্থার এজলাসে অশান্তির জন্য ৯ আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করতে পারে বার কাউন্সিল।

Gov lawyers absent at court, Justice Mantha expresses concern | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 20, 2023 7:47 pm
  • Updated:January 20, 2023 7:52 pm

গোবিন্দ রায় ও সোমনাথ রায়: কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এখনও কার্যত অচলাবস্থা চলছে। শুক্রবারও বিচারপতির এজলাসে হাজির হননি সরকারি আইনজীবীদের একটা বড় অংশ। বস্তুত, সরকারি ভাবে তাঁর এজলাস থেকে বয়কটের ডাক উঠে গেলেও অঘোষিতভাবে একটা বয়কট করার প্রবণতা চলছেই। সেটা নিয়ে এজলাসেই এদিন মুখ খুলেছেন বিচারপতি মান্থা (Rajashekhar Mantha)।

বিচারপতি মান্থা মনে করছেন এভাবে এজলাসে সরকারি আইনজীবীদের অনুপস্থিতি বিচারবিভাগের উপর সংকট তৈরি করতে পারে। সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এদিন এজলাসে বিচারপতি বলেন, “এখনও যে ভাবে অনেক মামলায় সরকারি আইনজীবীরা গরহাজির থাকছেন তাতে ক্ষতি হয়ে যাচ্ছে। আইনজীবীরা না থাকায় পুলিশ আধিকারিকরা সরকারের বক্তব্য বলার চেষ্টা করছেন। এভাবে চলতে পারে না। এটা সরকারের জন্যই ক্ষতি! সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়।” এদিনও আইনজীবীদের নিজের তাঁর এজলাসে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান বিচারপতি মান্থা।

Advertisement

[আরও পড়ুন: দিল্লির মহিলা কমিশনের প্রধানকে ছেঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল, BJP বলছে ‘সাজানো’]

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার পড়েছিল হাই কোর্ট চত্বর ও তাঁর পাড়ায়। তাঁর এজলাস বয়কট করেছিলেন আইনজীবীদের একাংশ। এমনকী, তাঁর এজলাস বন্ধ করে দিয়ে তাণ্ডবেরও অভিযোগ ওঠে। এজলাসে যোগ দিতে ইচ্ছুক আইনজীবীদেরও ঢুকতে বাধা দেওয়া হয়। সেই ঘটনার তদন্ত আবার চলছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ায়। বার কাউন্সিলের তরফে ৩ সদস্যের একটি দল পাঠানো হয়েছিল হাই কোর্টে (Calcutta High Court) পুরো ঘটনার তদন্ত করতে। শোনা যাচ্ছে, সেদিনের সব ফুটেজ খতিয়ে দেখে ওই কমিটি নাকি ৯ জন আইনজীবীর লাইসেন্স বাতিলের সুপারিশ প্রস্তুত করেছে।

[আরও পড়ুন: মোরবি সেতু ভাঙার দায় চাপল পুরসভার উপর! সদস্যদের পদত্যাগের নির্দেশ গুজরাট সরকারের ]

যদিও সেই সুপারিশ এখনও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council India) কাছে জমা পড়েনি বলেই খবর। বার কাউন্সিল অফ ইন্ডিয়া সূত্রের খবর, ওই কমিটি সুপারিশ জমা করলে সেটা খতিয়ে দেখবেন মনন কুমার মিশ্র। তারপর বার কাউন্সিলের বৈঠক ডাকা হবে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে এই ৯ জন আইনজীবীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement