Advertisement
Advertisement

Breaking News

Kolkata Medical College

রাতের অন্ধকারে কলকাতা মেডিক্যালে ‘অভয়া’র মূর্তি ভাঙচুর! নেপথ্যে কারা? ঘনাচ্ছে রহস্য

এর আগে শ্যামবাজার থেকে উধাও হয়েছিল অভয়ার মূর্তি।

Goons allegedly breaks Avaya's Idol At Kolkata Medical College

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 10, 2024 8:13 pm
  • Updated:November 10, 2024 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্যামবাজার থেকে উধাও হয়েছিল অভয়ার মূর্তি। এবার কলকাতা মেডিক্যাল কলেজের দ্রোহের গ্যালারিতে থাকা মূর্তিতে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। দুটি ঘটনায় কি যোগ রয়েছে? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযু্ক্তদের শনাক্ত করতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

আগস্ট থেকে নভেম্বর। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর পেরিয়েছে তিনমাস। এখনও পর্যন্ত গ্রেপ্তার মাত্র ২। জট খোলেনি রহস্যের। সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাতেও প্রতিবাদে পথে নেমেছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও নাগরিক সমাজ। মশাল হাতে মিছিল করেন। কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা দ্রোহের গ্যালারি করেন। সেখানেই ছিল অভয়ার মূর্তি। শনিবার রাতে সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় অভয়ার মূর্তি। রবিবার সকালে বিষয়টি সকলের নজরে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

এই ঘটনায় অত্যন্ত মর্মাহত জুনিয়র ডাক্তাররা। তাঁদের কথায়, অভয়ার মতো তাঁর মূর্তিও রক্ষা করতে পারেননি তাঁরা। কিন্তু ঘটনার নেপখ্যে কারা তা ভাবাচ্ছে তদন্তকারীদের। জুনিয়র ডক্টরস ফ্রন্টের একাংশের দাবি, এর নেপথ্যে অ্যাসোসিয়েশনের যোগ থাকতে পারে। পাশাপাশি শ্যামবাজার থেকে অভয়ার মূর্তি উধাওয়ের সঙ্গে এই ভাঙচুরের যোগ রয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের একাংশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement