ছবি: প্রতীকী
স্টাফ রিপোর্টার: গঙ্গার নিচ দিয়ে খিদিরপুর ও হাওড়ার মধ্যে প্রস্তাবিত টানেল তৈরির জন্য সমীক্ষার কাজ শুরু করল কলকাতা বন্দর (Kolkata Port Trust) কর্তৃপক্ষ। বুধবার বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, একটি বিশেষজ্ঞ সংস্থাকে এই সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সমীক্ষার কাজে নেমেও পড়েছে ওই সংস্থা। তাজপুরে (Tajpur) রাজ্য সরকারের প্রস্তাবিত বন্দর তৈরির প্রচেষ্টাকে স্বাগত জানান তিনি। বলেছেন, ‘‘প্রতিযোগিতা থাকলে উন্নতি হয়। দক্ষতা বাড়ে।’’
বুধবার বণিকসভা ‘মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর এক্সিম ফেসিলিটেশন সেলের উদ্বোধন করেন বিনীত কুমার। সেখানে তিনি বলেন, আগামী ছ’ থেকে সাত মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট জমা পড়ে যাবে। তারপরই চূড়ান্ত প্রস্তাব জাহাজ মন্ত্রকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। এই প্রকল্পে হাওড়ার দিকে টানেল ও কোনা এক্সপ্রেসওয়েকে একটি উড়ালপুলের (Flyover) মাধ্যমে সংযুক্ত করার করারও ভাবনা রয়েছে বলে বন্দর চেয়ারম্যান জানান। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দু’হাজার কোটি টাকা, জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান কুমার।
গঙ্গার নিচ দিয়ে খিদিরপুর (Khidirpur) ও কোনা এক্সপ্রেসওয়ের (Kona Expressway) মধ্যে এই টানেল তৈরির কথা বন্দর কর্তৃপক্ষের মাথায় আসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির পর। মার্চ মাসে এ কথা ঘোষণার সময় বন্দর চেয়ারম্যান জানিয়েছিলেন, প্রায় দেড় কিলোমিটার লম্বা ছ’লেনের টানেলের (Tunnel) ৮০০ মিটার যাবে গঙ্গার নিচ দিয়ে। এখান দিয়ে যেতে পারবে ভারী পণ্যবাহী গাড়ি। খিদিরপুর ও সংলগ্ন এলাকার রাস্তাগুলিতে যানজট কমানোর জন্যই এই চিন্তাভাবনা। কেন্দ্রের তরফে চূড়ান্ত প্রস্তাব অনুমোদন করা হলে আগামী বছরের মধ্যেই কাজ শুরু হওয়ার সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.