Advertisement
Advertisement

রাজ্যে ১৪ হাজার কোটির লগ্নির আশ্বাস গোয়েঙ্কা, ভারতীর

মুখ্যমন্ত্রীর উপর আস্থা দেখালেন শিল্পপতিরা...

Goenka, Bharti Enterprises announce investment ammounting Rs 14,000 crore in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 5:15 pm
  • Updated:May 10, 2024 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে গোয়েঙ্কা গ্রুপ, ভারতী এন্টারপ্রাইজের মতো সংস্থা ১৪,০০০ কোটি টাকা লগ্নির আশ্বাস দিল শুক্রবার৷ আগামী কয়েক বছরে ধীরে ধীরে ওই টাকা রাজ্যে লগ্নি করবে সংস্থাগুলি৷

(রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির)

মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত দু’দিনের বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে আজ গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “এফএমসিজি সেক্টরে আগামী কয়েক বছরে ১০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিলাম৷” এই রাজ্যকে বিনিয়োগের আদর্শ স্থান বলে উল্লেখ করে গোয়েঙ্কা আরও বলেন, ‘এখানে সব চুক্তি স্বচ্ছভাবে হয়৷ ভবিষ্যতে বিনিয়োগের পীঠস্থান হবে রাজ্য৷”

Advertisement

(বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে?)

একই সুর শোনা গেল ভারতী এন্টারপ্রাইজের ভাইস চেয়ারম্যান রাকেশ ভারতী মিত্তলের কন্ঠেও৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত এ রাজ্যে ৩০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন তাঁরা৷ ভবিষ্যতে রাজ্যে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর আস্থা রেখে আরও ৩-৪ হাজার কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি৷

ফিউচার গ্রুপের এমডি কিশোর বিয়ানি ও হিরো গ্রুপের সিএমডি পঙ্কজ মুনজল এখনই কোনও বিনিয়োগের প্রতিশ্রুতি না দিলেও বর্তমানে এ রাজ্যে তাঁদের কী কী প্রকল্প গড়ে উঠছে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন৷ বিয়ানি বলেছেন, “বাংলা শুধু আমাদের জন্মভূমি নয়, কর্মভূমিও৷ এখানেই আমাদের ব্যবসার পত্তন হয়েছিল৷ এখানে ব্যবসা করা দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে ব্যবসা করার থেকে সহজ৷ যখনই আমরা নতুন কোনও ব্যবসা শুরু করব, আমাদের মাথায় থাকবে বাংলা৷”

(সূচনা হল বর্ণাঢ্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement