সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে গোয়েঙ্কা গ্রুপ, ভারতী এন্টারপ্রাইজের মতো সংস্থা ১৪,০০০ কোটি টাকা লগ্নির আশ্বাস দিল শুক্রবার৷ আগামী কয়েক বছরে ধীরে ধীরে ওই টাকা রাজ্যে লগ্নি করবে সংস্থাগুলি৷
মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত দু’দিনের বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে আজ গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “এফএমসিজি সেক্টরে আগামী কয়েক বছরে ১০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিলাম৷” এই রাজ্যকে বিনিয়োগের আদর্শ স্থান বলে উল্লেখ করে গোয়েঙ্কা আরও বলেন, ‘এখানে সব চুক্তি স্বচ্ছভাবে হয়৷ ভবিষ্যতে বিনিয়োগের পীঠস্থান হবে রাজ্য৷”
একই সুর শোনা গেল ভারতী এন্টারপ্রাইজের ভাইস চেয়ারম্যান রাকেশ ভারতী মিত্তলের কন্ঠেও৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত এ রাজ্যে ৩০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন তাঁরা৷ ভবিষ্যতে রাজ্যে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর আস্থা রেখে আরও ৩-৪ হাজার কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি৷
ফিউচার গ্রুপের এমডি কিশোর বিয়ানি ও হিরো গ্রুপের সিএমডি পঙ্কজ মুনজল এখনই কোনও বিনিয়োগের প্রতিশ্রুতি না দিলেও বর্তমানে এ রাজ্যে তাঁদের কী কী প্রকল্প গড়ে উঠছে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন৷ বিয়ানি বলেছেন, “বাংলা শুধু আমাদের জন্মভূমি নয়, কর্মভূমিও৷ এখানেই আমাদের ব্যবসার পত্তন হয়েছিল৷ এখানে ব্যবসা করা দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে ব্যবসা করার থেকে সহজ৷ যখনই আমরা নতুন কোনও ব্যবসা শুরু করব, আমাদের মাথায় থাকবে বাংলা৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.