সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিনের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট কলকাতায়৷ বেলার দিকে টার্মিনাস স্টেশন কবি সুভাষে মেট্রো দাঁড়াল বটে৷ তবে দরজা খুলল না৷ তাই স্টেশনে অপেক্ষারত যাত্রীরা কেউ উঠতেই পারলেন না৷ ফলে অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হল নিত্যযাত্রীদের৷
কী কারণে এই ঘটনা ঘটল, মেট্রোর যান্ত্রিক ত্রুটি নাকি চালকের গাফিলতি, তা এখনও বোঝা যাচ্ছে না বলে দায় এড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷ অফিস টাইমে মেট্রোর ভরসায় বেরিয়ে একটা ট্রেন ধরতেই পারলেন না যাত্রীরা, যার জেরে ক্ষোভ বাড়ল৷ প্রত্যক্ষদর্শীদের মতে, অন্যান্য দিনের মতো তাঁরা কবি সুভাষ অর্থাৎ একেবারে টার্মিনাল স্টেশনে অপেক্ষা করছিলেন মেট্রো ধরবেন বলে৷ একটি গাড়ি এল, স্টেশনে দাঁড়াল৷ তবে যাত্রীদের ওঠার জন্য গাড়ির দরজাই খুলল না৷ কিছুক্ষণ ওই অবস্থাতেই থাকার পর বন্ধ দরজা নিয়েই ফের ছুটল মেট্রো৷
অনেক সময়েই স্টেশনে মেট্রো ঢোকার বেশ কিছুক্ষণ পর দরজা খোলে৷ এদিনও যাত্রীরা ভেবেছিলেন, তেমনই হবে বোধহয়৷ দরজা খুলতে কিছুক্ষণ সময় নিচ্ছে৷ কিন্তু তারপর বন্ধ দরজা নিয়েই মেট্রোর বেরিয়ে যাওয়ায় হতবাক সকলে৷ সেইসঙ্গে একটি গাড়ি মিস হয়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ অপেক্ষারত যাত্রীরা৷ প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে মেট্রো সূত্রে খবর৷
জনবহুল শহর কলকাতায় যাতায়াতের অন্যতম লাইফলাইন মেট্রো রেল৷ খুব কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়৷ কিন্তু বেশ কয়েকবছর ধরেই মেট্রো পরিষেবায় নানা গাফিলতি হচ্ছে বলে অভিযোগ ওঠে৷ কখনও দরজা বন্ধ না করেই গাড়ি চলতে থাকে, কখনও আবার যাত্রী না নিয়েই ছোটে মেট্রো৷ এসব অভিযোগের জবাব দিতে পরিকাঠামো উন্নয়নেও সম্প্রতি নজর দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷ তা সত্ত্বেও সমস্যা যে মিটছে না, আজকের এই ঘটনাই তার প্রমাণ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.