Advertisement
Advertisement

Breaking News

মেট্রো বিভ্রাট

কবি সুভাষ স্টেশনে দরজা খুলল না কামরার, ব্যস্ত সময়ে মেট্রো মিস করে ক্ষুব্ধ যাত্রীরা

যান্ত্রিক ত্রুটি না চালকের গাফিলতি, তা তদন্ত করে দেখা হবে বলে মেট্রো সূত্রে খবর৷

Glitch hits Metro services again at Kavi Subhash metro
Published by: Sucheta Sengupta
  • Posted:July 13, 2019 12:41 pm
  • Updated:July 13, 2019 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিনের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট কলকাতায়৷ বেলার দিকে টার্মিনাস স্টেশন কবি সুভাষে মেট্রো দাঁড়াল বটে৷ তবে দরজা খুলল না৷ তাই স্টেশনে অপেক্ষারত যাত্রীরা কেউ উঠতেই পারলেন না৷ ফলে অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হল নিত্যযাত্রীদের৷

[আরও পড়ুন: বিরোধীরা থাকলে লাভ নিজেদেরই, তৃণমূল নেতাদের ‘ক্লাস’ নিলেন প্রশান্ত কিশোর]

কী কারণে এই ঘটনা ঘটল, মেট্রোর যান্ত্রিক ত্রুটি নাকি চালকের গাফিলতি, তা এখনও বোঝা যাচ্ছে না বলে দায় এড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷ অফিস টাইমে মেট্রোর ভরসায় বেরিয়ে একটা ট্রেন ধরতেই পারলেন না যাত্রীরা, যার জেরে ক্ষোভ বাড়ল৷ প্রত্যক্ষদর্শীদের মতে, অন্যান্য দিনের মতো তাঁরা কবি সুভাষ অর্থাৎ একেবারে টার্মিনাল স্টেশনে অপেক্ষা করছিলেন মেট্রো ধরবেন বলে৷ একটি গাড়ি এল, স্টেশনে দাঁড়াল৷ তবে যাত্রীদের ওঠার জন্য গাড়ির দরজাই খুলল না৷ কিছুক্ষণ ওই অবস্থাতেই থাকার পর বন্ধ দরজা নিয়েই ফের ছুটল মেট্রো৷

Advertisement

অনেক সময়েই স্টেশনে মেট্রো ঢোকার বেশ কিছুক্ষণ পর দরজা খোলে৷ এদিনও যাত্রীরা ভেবেছিলেন, তেমনই হবে বোধহয়৷ দরজা খুলতে কিছুক্ষণ সময় নিচ্ছে৷ কিন্তু তারপর বন্ধ দরজা নিয়েই মেট্রোর বেরিয়ে যাওয়ায় হতবাক সকলে৷ সেইসঙ্গে একটি গাড়ি মিস হয়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ অপেক্ষারত যাত্রীরা৷ প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে মেট্রো সূত্রে খবর৷

[আরও পড়ুন: শহরের রাস্তায় ‘ধুম’, বাইকে ধাওয়া করে ছিনতাইবাজদের স্কুটি ধরলেন দুই বন্ধু]

জনবহুল শহর কলকাতায় যাতায়াতের অন্যতম লাইফলাইন মেট্রো রেল৷ খুব কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়৷ কিন্তু বেশ কয়েকবছর ধরেই মেট্রো পরিষেবায় নানা গাফিলতি হচ্ছে বলে অভিযোগ ওঠে৷ কখনও দরজা বন্ধ না করেই গাড়ি চলতে থাকে, কখনও আবার যাত্রী না নিয়েই ছোটে মেট্রো৷ এসব অভিযোগের জবাব দিতে পরিকাঠামো উন্নয়নেও সম্প্রতি নজর দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷ তা সত্ত্বেও সমস্যা যে মিটছে না, আজকের এই ঘটনাই তার প্রমাণ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement