ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: ফের ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা। ব্রেকে সমস্যার কারণে রবীন্দ্র সদনে আটকে পড়ল দমদমগামী মেট্রো। দীর্ঘক্ষণ ওই স্টেশনে আটকে পড়ে মেট্রো। যার জেরে আপ লাইনে বন্ধ পরিষেবা। ইতিমধ্যেই ত্রুটিযুক্ত ওই মেট্রোটিকে ফাঁকা করে সরিয়ে দেওয়া হয়েছে। তবে পরিষেবা স্বাভাবিক হতে এখনও খানিকটা সময় লাগবে।
জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় ১ টা বেজে ১ মিনিটে কবি সুভাষ থেকে দমদমগামী একটি মেট্রো আচমকা থমকে যায় রবীন্দ্র সদন স্টেশনে। চালক বুঝতে পারেন যান্ত্রিক ত্রুটি (ব্রেক বাইন্ডিং) হয়েছে। এরপর বেশ কিছুক্ষণ চালক চেষ্টা করেন সমস্যা সমাধানের। কিন্তু তাতে লাভ হয়নি। প্রায় ২০ মিনিট মেট্রো রবীন্দ্র সদনে আটকে থাকার পর নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ফাঁকা মেট্রোটিকে মেরামতের জন্য পাঠানো হয়। তবে এই ঘটনার জেরে আপ লাইনে পুরোপুরি বন্ধ মেট্রো পরিষেবা। ডাউন লাইনে মেট্রো চললেও তা অত্যন্ত ধীর গতিতে।
এদিকে মাঝপথে মেট্রো থেকে নামিয়ে দেওয়ায় প্রবল সমস্যায় যাত্রীরা। সেই সঙ্গে আতঙ্কও রয়েছে। ইতিমধ্যেই অনেকে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেউ আবার অপেক্ষায় মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার। তবে ব্যস্ত সময়ে প্রায় ১ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রবল সমস্যায় যাত্রীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.