Advertisement
Advertisement

Breaking News

reels

প্রেমিকার রিলস তৈরিতে নারাজ প্রেমিক কাড়লেন মোবাইল, অভিমানে আত্মঘাতী তরুণী

ইন্সটাগ্রামে রিলসে নিজের বিভিন্ন ‘অভিনয়’ পোস্ট করতেন ওই তরুণী।

Girl committed suicide as boyfriend stopped her to make reels | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:April 5, 2023 10:57 am
  • Updated:April 5, 2023 10:57 am  

অর্ণব আইচ: ইন্সটাগ্রামে রিলস তৈরিতে প্রেমিকের ‘না’। তাতেই ঝগড়া যুগলের। তারই জেরে প্রেমিকার মোবাইল কেড়ে নেন প্রেমিক। এর পরই বাড়িতে এসে অভিমানে আত্মঘাতী হলেন তরুণী। এই ব‌্যাপারে মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে শুকদেব ভৌমিক নামে ওই ষুবককে মধ‌্য কলকাতার মুচিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার এই আত্মহত‌্যার ঘটনাটি ঘটে। মুচিপাড়া এলাকার বাসিন্দা সংযুক্তা দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমহার্স্ট স্ট্রিট এলাকার শুকদেব ভৌমিকের। সংযুক্তা ইন্সটাগ্রামে রিলসে নিজের বিভিন্ন ‘অভিনয়’ পোস্ট করতেন। তাতে বিভিন্ন রকম মন্তব‌্যও করতেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে কিছুদিন পর থেকে প্রেমিক ও প্রেমিকার মধ্যে গোলমাল শুরু হয়। শুকদেব চাইতেন না যে, তাঁর প্রেমিকা সংযুক্তা রিলস (Instagram Reels) তৈরি করে সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করুন। কিছুদিন পরই দু’জনের বিয়ে হওয়ার কথা। কয়েকটি পোস্ট ঘিরে দু’জনের মধ্যে বচসাও শুরু হয়। এর পর থেকে এই ধরনের পোস্ট করতে প্রেমিকাকে বারণ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: চব্বিশে বিরোধী জোটের ফর্মুলা কী? সূত্র দিলেন অভিষেক]

কিন্তু প্রেমিকের কথা শুনতে রাজি হননি প্রেমিকা। দু’জনের মধ্য়ে বচসা চরমে ওঠে। তারই জেরে ওই যুবক তাঁর প্রেমিকার হাত থেকে মোবাইল কেড়ে নেন বলে অভিযোগ। মোবাইলটি যুবক ফেরতও দিতে চাননি। এর পরই অভিমান করে বাড়ি ফিরে আসেন তরুণী। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। তাঁর বাড়ির লোকেরা ওই যুবকের বিরুদ্ধে আত্মহত‌্যায় প্ররোচনার অভিযোগ জানান থানায়। সেই অভিযোগেই যুবক গ্রেপ্তার হন। মঙ্গলবার ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে ১১ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করা হচ্ছে। তরুণী ও যুবকের মোবাইলগুলি পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ‘আমার দুটো যোনি, একটা কাজের জন্য, আরেকটা স্বামীর!’, সাক্ষাৎকারে খোলাখুলি পর্ন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement