Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee dance

Mamata Banerjee: ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে নাচ নিয়ে বেনজির আক্রমণ গিরিরাজ সিংয়ের, পালটা জবাব মমতার

কুরুচিকর আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা।

Giriraj Singh attacked Mamata Banerjee on film festival dance
Published by: Sayani Sen
  • Posted:December 6, 2023 5:12 pm
  • Updated:December 6, 2023 7:20 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ গিরিরাজ সিংয়ের। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পালটা জবাব মমতার। কুরুচিকর আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা।

KIFF 1
ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে নাচ মমতার।

ফিল্ম ফেস্টিভ্যালে মমতার নাচ প্রসঙ্গে বুধবার X হ্যান্ডলে খোঁচা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী রোমের রাজার সঙ্গে তুলনা করে তিনি লেখেন, “রোম যখন জ্বলছিল, তখন নিরো বাঁশি বাজাচ্ছিল।” প্রায় একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “গোটা বাংলা দুর্নীতিতে যুক্ত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত। আর মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন।”

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: ২০১৬ সালে নিযুক্তদের নোটিস, রাজ্যকে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ আদালতের]

গিরিরাজ সিংয়ের কুরুচিকর আক্রমণকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরনোর সময় পালটা জবাবে তিনি বলেন, “আমি নাচতে পারি না। আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলাই ওদের উৎসাহিত করতে।” মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন-সহ প্রায় সকলেই। “এই ধরনের অপমানজনক কথার জবাব দিতে রুচিতে বাধে”, বলেই জানান চন্দ্রিমা ভট্টাচার্য। “এটা বিজেপির নারী বিদ্বেষী মানসিকতার আরও একটি নমুনা”, বলেই পালটা জবাব রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। তবে বিভিন্ন মহলে শোরগোলের পর গিরিরাজের সিংয়ের সাফাই, কোনও মহিলা হিসাবে নয়, মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে আক্রমণ করেছেন।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘ক্ষমতায় ফিরলে একনায়ক হব একদিনের জন্য’, গর্জন ট্রাম্পের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement