ক্ষীরোদ ভট্টাচার্য: জার্মানি ফেরত এক যুবক এবার কোভিড (COVID-19) পজিটিভ। ICMR-এর পোর্টালে জ্বলজ্বল করছে এই তথ্য। এমনকী দিল্লি প্রশাসনের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য দফতরেও জানিয়েও দেওয়া হয় বিষয়টি। অভিযোগ, নিয়ম অনুযায়ী নিভৃতবাসে না থেকে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। আর তাতেই বিরক্ত চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তর।
জানা গিয়েছে, গত ২৮ ডিসেম্বর জার্মানের ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লি ফেরেন সেই যুবক। অভিযোগ, তাঁর মোবাইল নম্বরও সঠিক দেওয়া ছিল না। স্বাস্থ্য অধির্কতা ডা সিদ্ধার্থ নিয়োগীর কথায়, ‘‘বিদেশ ফেরত ওই যুবকের কথা দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে। করোনা (Coronavirus) আক্রান্ত হলেও তাঁর কোনও ভাইরাস তেমন প্রভাব বিস্তার করতে পারেনি।” অভিযোগ, উপসর্গহীন হলেও যুবককে নিভৃতবাসে থাকতে বলা হয়েছিল। কিন্তু শোনা যায়, যুবক গত বুধবার থেকেই বিভিন্ন জায়গায় গিয়েছিল।
গত সোমবারের মতো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নয়, বছর ছাব্বিশের ওই যুবকের কোভিড পজিটিভ হওয়ার খবর জানা যায় দিল্লি বিমানবন্দরে। জার্মানির ফ্র্যাঙ্কফুট থেকে ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড হয়ে দিল্লি পৌঁছান তিনি বুধবার। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি কলকাতায় চলে আসেন। বিমানবন্দরে ভুল মোবাইল নম্বর দেওয়ার কারণে প্রাথমিক ভাবে তাঁর খোঁজ মিলছিল না। শুক্রবার তাঁর খোঁজ মেলে সল্টলেকে। যদিও তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
আপাতত ওই যুবককে এক সপ্তাহ হোম আইসোলেশনেই থাকতে বলা হয়েছে বলে খবর স্বাস্থ্যভবন সূত্রে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, বৃহস্পতিবার দিল্লির ল্যাবে ওই যুবকের নমুনা পজিটিভ আসার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্বাস্থ্যভবনকে জানানো হয় বিষয়টি। ভুল ফোন নম্বরের কারণে প্রথমে যুবককে খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। পরে বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর নিজের ২৯ নম্বর ওয়ার্ড থেকেই খোঁজ মেলে ওই যুবকের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.