Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেন

জীবন পথের শেষ প্রান্তে এসে স্ত্রীকে হারালেন প্রখ্যাত বাঙালি পরিচালক মৃণাল সেন।

Geeta Sen, wife of Mrinal Sen, passes away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 16, 2017 9:11 pm
  • Updated:January 16, 2017 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি চলে গেলেন। রেখে গেলেন একঝাঁক স্মরণীয় মুহূর্ত। প্রয়াত হলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেন। সোমবার দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৬ বছর বয়সি এই খ্যাতনামা অভিনেত্রী।

মাস খানেক আগেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলে জানা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। এমনকী বাকশক্তিও হারিয়েছিলেন। মৃত্যুর আগে প্রায় একমাস একপ্রকার অচৈতন্য অবস্থাতেই কাটিয়েছেন তিনি। বাড়িতেই তাঁর চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছিল।

Advertisement

জীবনপথের শেষ প্রান্তে এসে স্ত্রীকে হারালেন প্রখ্যাত বাঙালি পরিচালক মৃণাল সেন। তবে শুধু মৃণাল সেনের স্ত্রী হিসেবেই নয়, তাঁর অসামান্য অভিনয় দিয়ে আসমুদ্রহিমাচলের মন জয় করেছিলেন গীতা সেন। খারিজ, একদিন প্রতিদিন, কলকাতা ৭১, কোরাস-এর মতো ছবিগুলিতে তাঁর অভিনয় তাঁকে সমালোচক ও সিনেপ্রেমীদের চোখের মণি করে তুলেছিল। শুধু এ দেশেই নয়, বিশ্বের চলচিত্রেও তাঁর ছবিতে গুণমুগ্ধ হয়েছেন দর্শকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement