Advertisement
Advertisement

Breaking News

Garden Reach

গার্ডেনরিচ বিপর্যয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা? রাজ্যের রিপোর্ট চাইল হাই কোর্ট

'বেআইনি নির্মাণ যাতে না হয়, তা দেখার দায়িত্ব যাঁদের, তাঁদেরই তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে'! বিস্মিত প্রধান বিচারপতি।

Garden Reach Incident: Calcutta HC seeks report on WB Govt's step on accused

নিজস্ব চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 21, 2024 4:00 pm
  • Updated:March 21, 2024 4:03 pm  

গোবিন্দ রায়: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। তাতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। গার্ডেনরিচের (Garden Reach) ঘটনায় আক্রান্তদের পুনর্বাসনের জন্য কী পদক্ষেপ নিয়েছে রাজ্য? অভিযুক্তদের বিরুদ্ধেই বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে? সেসব রিপোর্ট আকারে জানাতে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে উপযুক্ত ব্যবস্থা, আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি (Chief Justice) টিএস শিবজ্ঞানম এদিন শুনানি চলাকালীন মন্তব্য করেন, “যে সমস্ত অফিসারদের বেআইনি নির্মাণ যাতে না হয়, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদেরকেই নিযুক্ত করা হয়েছে তদন্তের রিপোর্ট দিতে! মামলায় এমনই অভিযোগ করা হয়েছে।” তাঁর আরও মন্তব্য, “দূষণ নিয়ন্ত্রণ পরিষদ কী করবে? এদের অবস্থা অনেকটা সৈনিকদের সামান্য রাইফেল নিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেওয়ার মতো। তাঁরা টু হুইলারে করে যাবেন এলাকায়। আর তার পর লোকের হাতে মার খাবেন।”

Advertisement

[আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ড: ‘আইন কি হাতে নিয়ে বসে আছি?’, শহরের বেআইনি নির্মাণের দায় ঝাড়লেন ফিরহাদ]

গত রবিবার মাঝরাতে গার্ডেনরিচ এলাকায় বেআইনিভাবে নির্মীয়মাণ একটি আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের বসতিতে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০। এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন কয়েকজন। কীভাবে পুরসভারনজর এড়িয়ে এভাবে ন্যূনতম নিয়ম না মেনে উঠছে বহুতল? এই প্রশ্নের মুখে মেয়রের সাফাই, ”আইন কি হাতে নিয়ে বসে আছি?” বিপজ্জনকভাবে আবাসনগুলি গায়ে গায়ে তৈরি হচ্ছে এই এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে তা জানার পর এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “এক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কী করবে? এদের অবস্থা অনেকটা সৈনিকদের সামান্য রাইফেল নিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেওয়ার মতো।” আগামী ৪ এপ্রিল ফের এই মামলার শুনানি।

[আরও পড়ুন: বিবাহিত মহিলাকে নিয়ে পালানোর শাস্তি! যুবককে জুতো চাটিয়ে মূত্রপান করানো হল মধ্যপ্রদেশে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement