অর্ণব আইচ: ঘুমের মাঝেই পালটে গিয়েছে জীবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে স্বামীর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গার্ডেনরিচের (Garden Reach) শাকিরা। জ্ঞান ফিরতেই স্বামীর জন্য উৎকণ্ঠায় ডুকরে উঠছেন তরুণী। ভাবতেও পারছেন না কী নিষ্ঠুর সংবাদ তাঁর অপেক্ষায়।
গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনের বাসিন্দা আকবর আলি। তাঁর স্ত্রী শাকিরা বেগম। বছর দশেক আগে আকবরের সঙ্গে বিয়ে হয় শাকিরার। নিঃসন্তান ওই দম্পতি একে অপরের অবলম্বন। নিজের বলতে আর কেউ বিশেষ নেই। পেটের তাগিদে ঘুড়ি বানাতেন আকবর আলি। আর শাকিরা সেলাইয়ের কাজ করতেন। দুজনের উপার্জনে কোনওরকমে চলে যেত সংসার। অর্থাভাব থাকলেও সুখে ছিলেন তাঁরা। অন্যান্য দিনের মতোই রবিবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোন আকবর-শাকিরা। ভাবতেও পারেননি কী ভয়ংকর বিপদ তাঁদের জন্য অপেক্ষা করছে।
মাঝরাতে আচমকা দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। আচ্ছন্ন অবস্থায় দম্পতি টের পেলেন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন দুজনই। কংক্রিটের নিচ থেকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা চলছে। চারপাশে চিৎকার-কান্নার শব্দ। সেই সঙ্গে পুলিশি তৎপরতা। যদিও ঠিক কী ঘটছে চারপাশে তা বুঝে ওঠার মতো অবস্থায় ছিলেন না আকবর বা শাকিরা কেউই। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
এখনও হাসপাতালে চিকিৎসাধীন শাকিরা। আইসিইউ-তে ভর্তি তিনি। এদিকে এসএসকেএমে নিয়ে যাওয়ার পরই আকবরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘুমের মধ্যেই বদলে গিয়েছে শাকিরার জীবন। বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে হারিয়ে ফেলেছেন তরুণী। কিন্তু এখনও তা জানেনই না তিনি। আচ্ছন্নভাব কাটতেই হাসপাতালের বিছানায় শুয়ে বার বার স্বামীর খোঁজ নিচ্ছেন তিনি। কখন ফিরবেন আকবর, সেই প্রশ্ন করছেন। কিন্তু কেউ বুঝে উঠতেই পারছেন না, কীভাবে শাকিরাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাবেন তাঁরা। অগত্যা মিথ্যে আশ্বাসে ভোলানো হচ্ছে তরুণীকে। এদিকে সুস্থ হতেই স্বামীর কাছে ফিরবেন, এই আশায় অপেক্ষার প্রহর গুনছেন শাকিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.