Advertisement
Advertisement
Calcutta

মামলা নিষ্পত্তির নামে ‘গণধর্ষণ’, অভিযোগ নিতে অস্বীকার থানার! পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

থানার সিসিটিভি ফুটেজও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Gangraped while settling a case, Calcutta HC seeks report from SP | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 7, 2022 9:47 am
  • Updated:September 7, 2022 11:11 am

রাহুল রায়: মামলার নিষ্পত্তি করে দেওয়ার নামে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। এই নির্যাতনের ঘটনার অভিযোগ জানাতে গেলে তাঁর এফআইআর নেয়নি পুলিশ, এমনটাই অভিযোগ নির্যাতিতার। ওই ঘটনায় পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পাশাপাশি, থানার সিসিটিভি ফুটেজও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

মামলাকারীর আইনজীবী সৌম্য দাস মহাপাত্র জানান, গত ১১ আগস্ট পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এলাকার বাসিন্দা ওই মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে শাসকদল ঘনিষ্ঠ কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলার বসতবাড়ি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করিয়ে দেওয়ার নাম করে এই ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা। এরপর গণধর্ষণের অভিযোগ জানাতে আনন্দপুর এবং কেশপুর থানায় যান নির্যাতিতা, এমনটাই খবর। অভিযোগ, পুলিশ এফআইআর না নিয়েই তাঁকে ফিরিয়ে দেয়।

Advertisement

[আরও পড়ুন: বাগুইহাটি জোড়া খুন: ১৪ দিন মর্গে পরে দেহ, জানেই না থানা! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা]

এরপর মঙ্গলবার এই সংক্রান্ত মামলা দায়ের করেন ওই মহিলা। পুলিশি নিষ্ক্রিয়তা ও গণধর্ষণের ঘটনায় হাই কোর্টে চিঠি দিয়ে মামলা করার অনুমতি চান নির্যাতিতা। সেই আবেদন গ্রহণ করেন বিচারপতি। প্রসঙ্গত, নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়নি। 

[আরও পড়ুন: ‘কোনও DA বকেয়া নেই’, পুজোর অনুদান মামলায় হলফনামা রাজ্যের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement