Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

বিসর্জনের সময় বাবুঘাটে বিপত্তি, পুরসভার পে লোডারের ধাক্কায় জখম বহু

গুরুতর জখম ১।

Freak accident sparks violence during idol immersion | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 5, 2022 3:41 pm
  • Updated:October 5, 2022 3:41 pm  

সুব্রত বিশ্বাস: দশমীতে বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন চলাকালীন বিপত্তি। কলকাতা পুরসভার পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে ধাক্কা মারে। তার মধ্যে একজন গুরুতর জখম। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুজো উদ্যোক্তা এবং পুরকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ, পে লোডারের চালককে নামিয়ে এনে মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্জিকার নির্ঘন্ট মেনে এদিন সকাল থেকেই বাবুঘাটে প্রতিমা (Durga Puja 2022) নিরঞ্জন চলছিল। বিশেষ করে বাড়ির ঠাকুর বিসর্জনের পালা চলছিল। ম্যাটাডোর বা লরি থেকে ঠাকুর নামিয়ে আনা হচ্ছিল। সেই সময় বিপত্তি ঘটে।

Advertisement

[আরও পড়ুন: দশেরায় শোকের ছায়া উত্তরাখণ্ডে, বিয়েবাড়ির বাস খাদে পড়ে মৃত ২৫]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কলকাতা পুরসভার একটি পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঘাট থেকে নিচের দিকে নেমে আসে। সেই সময় ঘাটে চত্বরে প্রচুর মানুষের সমাগম। পে লোডারটি বেশ কয়েকজনকে ধাক্কা মারে। তাদের মধ্যে একজন গুরুতরভাবে জখম হয়।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত জনতা পে লোডারের চালককে টেনে নামিয়ে আনা হয়। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয় ওঠে। অভিযোগ, পুজো উদ্যোক্তাদের একাংশ পে লোডারকে বাঁচানোর চেষ্টা করছে। এই ইস্যুতে দু’দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকালের ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

[আরও পড়ুন: চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা, কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি সৌরভপত্নী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement