নিরুফা খাতুন: বড়িশা হাইস্কুলের প্রাথমিক বিভাগের খুদে পড়ুয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের ফিরল আতঙ্ক। বৃহস্পতিবার সাতসকালে ঠাকুরপুকুরে পথ দুর্ঘটনা। জখম অন্তত ৪ পড়ুয়া। দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে উদ্ধার করেছে পুলিশ। আটক চালক।
বৃহস্পতিবার সকালে পড়ুয়াদের নিয়ে পুলকারটিকে জোকা থেকে তারাতলার দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর দাসপাড়ায় জেমস লং সরণির কাছে গাড়ির চাকা ডিভাইডারে উঠে যায়। উলটে যায় পুলকারটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত পুলকারে থাকা পড়ুয়াদের উদ্ধার করা হয়। চারজন পড়ুয়া জখম হয়েছে।
খবর দেওয়া হয় পরিবারের লোকজনকেও। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি বেহালায় খুদে পড়ুয়া সৌরনীলের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বেহালা চৌরাস্তা সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের একাধিক জায়গায় ড্রপ গেট এবং ব্যারিকেডও বসানো হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের এদিনের দুর্ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.