অর্ণব আইচ: সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএসের পর এসএসকেএম। ফের সরকারি হাসপাতালে দালালচক্রের পর্দাফাঁস। লালবাজারের গুন্ডাদমন শাখার জালে চার অভিযুক্ত।
ধৃত অভিষেক মল্লিক (২৩), অভয় বাল্মিকী (২০), দেব মল্লিক (১৯) এবং সুরিন্দর কুমার (৩০)। তারা চারজনই ভবানীপুরের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে রোগী ভর্তির নামে দালাল চক্র চালাত। টাকার বিনিময়ে রোগীদের ভর্তির সুযোগ করে দিত তিনজন। বেশ কয়েকদিন ধরে পাওয়া অভিযোগের ভিত্তিতে লালবাজারের গুন্ডাদমন শাখা তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪২০, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, দালাল চক্রের খপ্পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাণ দিতে হয়েছে রোগীকে। কড়া ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেই ঘটনার পর থেকে সরকারি হাসপাতালে দালালচক্র রুখতে তৎপর পুলিশ। শুরু হয় গ্রেপ্তারি। শনিবার রাতে নীলরতন সরকার হাসপাতাল চত্বর থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর তার রেশ কাটতে না কাটতেই এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে এবার পুলিশের জালে চার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.