Advertisement
Advertisement

Breaking News

বিজেপিতে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি

পুজোর পর লাগাতার কর্মসূচি বিজেপির৷

Forward Block District President joining the BJP
Published by: Kumaresh Halder
  • Posted:October 11, 2018 5:45 pm
  • Updated:October 11, 2018 5:45 pm  

রূপায়ন গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি বাড়াতে ফের দল ভাঙনের রাজনীতিতে পা বাড়াল বঙ্গ বিজেপি৷ বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে পদ্ম শিবিরে যোগ দিলেন পুরুলিয়ার ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি নরহরি মাহাতো৷ বিজেপি সূত্রে খবর, নরহরিবাবু যোগ দিতে চেয়ে আবেদনও করেছিলেন দিলীপ ঘোষের কাছে৷ সেইমতো এদিন যোগ দিলেন তিনি। 

[অপুষ্টিতে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের নিখরচে খাদ্যসামগ্রী দেবে রাজ্য সরকার]

আজ, এই প্রসঙ্গে এলগিন রোডে রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন৷ বঙ্গ বিজেপির সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর গতকাল রাতেই কলকাতায় এসেছেন মেনন। রাজ্য নেতাদের সঙ্গে আজ সকাল থেকে বৈঠকে বসেছেন তিনি। লোকসভা ভোটের আগে নিজের ঘনিষ্ঠ মেননকে বাংলার দলের সহকারী পর্যবেক্ষক করেছেন অমিত শাহ। লোকসভা ভোটের আগে রাজ্যে দলের সাংগঠনিক অবস্থার অগ্রগতি কতটা তা আজ একঝলক বুঝে নিতে চান মেনন৷

Advertisement

[পুজোয় বন্ধ ভিআইপি রোডের তিনটি ব্রিজ, যানজটের সম্ভাবনা]

পুজোর পর লাগাতার কর্মসূচি ও দলের আসন্ন রথযাত্রা নিয়ে আলোচনা হয় আজ রাজ্য বিজেপির বৈঠকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এই বৈঠকে৷ কৈলাস দলীয় কর্মীদের বার্তা দেন, এনআরসি কেন জরুরি তা প্রচার করতে হবে বাংলায়। পুজোয় বিভিন্ন মণ্ডপে স্টলগুলিতে প্রচার করবেন বিজেপি কর্মীরা। বিজেপি সূত্রে খবর, আসন্ন লোসকভা নির্বাচনকে মাথায় রেখে বঙ্গ বিজেপির নেতার ঘাড়ে বেশ টার্গেট বেঁধে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ কেননা, পুরুলিয়া ও ইসলামপুর কাণ্ডের পর হাতে গরম ইস্যু পেয়েও খুব একটা দাঁত ফোটাতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ ফলে, এই নিয়ে দিলীপ ঘোষদের কম মুখঝামটা খেতে হয়নি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে৷ ফলে, পর্যবেক্ষক মহলের একাংশের ধারণা, লোকসভার আগে আরও একটি ইস্যুও যাতে বিজেপির হাতছাড়া না হয়, সেবিষয়ে বঙ্গ নেতৃত্বকে কড়া হোমওয়ার্ক দিয়েছেন দিল্লির নেতারা৷

[অসম থেকে রাজ্যে ঢুকছে মাদক, শহরে গ্রেপ্তার পাচারচক্রের পাণ্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement