Advertisement
Advertisement

Breaking News

Forward Bloc

নতুন বছরে নয়া কর্মসূচি, লোকসভা ভোটের আগে চাঁদা সংগ্রহে ঝাঁপাচ্ছে ফরওয়ার্ড ব্লক

আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে অনুদান সংগ্রহের কাজ, জারি বিজ্ঞপ্তি।

Forward Bloc to collect party fund from next year ahead of Lok Sabha Election | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 29, 2023 7:13 pm
  • Updated:December 29, 2023 7:16 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ ও দলীয় তহবিল বৃদ্ধিতে ঝাঁপাচ্ছে ফরওয়ার্ড ব্লক (Forward Bloc)। নতুন বছরেই নয়া কর্মসূচি শুরু হতে চলেছে। শুক্রবার দলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কর্মসূচির কথা ঘোষণা কার হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে তিনমাস ধরে সংগ্রহ করা হবে চাঁদা। যদিও এটা নতুন কর্মসূচি নয়। এর আগেও তিনমাস ধরে অনুদান সংগ্রহে দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব।

নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) আর ফরওয়ার্ড ব্লক সমার্থক। আর তাই সংগঠনকে চাঙ্গা করতে নেতাজি আবেগেই শান দিচ্ছেন ফরওয়ার্ড ব্লকের নেতা, কর্মীরা। লোকসভা ভোটের আগে তাই ‘ঘরে ঘরে নেতাজি’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক। এর আগে গত তিনমাস ঘরে ঘরে অনুদান (Fund) সংগ্রহের কাজ চলেছে। অক্টোবর থেকে টানা কর্মসূচিতে ৪০ হাজারের বেশি পরিবারের কাছে পৌঁছে গিয়েছে ফরওয়ার্ড ব্লক, এমনই দাবি দলের।

Advertisement

[আরও পড়ুন: তাজমহলের সৌন্দর্যও ম্লান হবে অযোধ্যার মসজিদের কাছে! কবে শুরু হবে কাজ?]

এবার ১ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ‘ঘরে ঘরে নেতাজি’ কর্মসূচির দ্বিতীয় পর্ব। ৩১ মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রতি পরিবারে ৫ জন সদস্য ধরে মাথাপিছু ১০ টাকা হিসাবে চাঁদা সংগ্রহ করা হচ্ছে। টার্গেট ফের ৪০ হাজার পরিবার। ন্যূনতম ১০ টাকা করে চাঁদা দেবেন প্রত্যেকে। কুপন সেই অনুযায়ী তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এর বেশিও চাঁদা দেওয়া যেতে পারে। হিসেব অনুযায়ী, তাতে ২০ লক্ষ টাকা অনুদান জমা পড়বে তহবিলে। তা আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কাজে লাগানো হবে। পাশাপাশি চলবে জনসংযোগ কর্মসূচিও। বিজ্ঞপ্তিতে এসবের বিস্তারিত জানিয়েছেন সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: বছরের শেষে দেশের সবচেয়ে বড় ডোপিং বিতর্ক! ব্যর্থ হয়ে নির্বাসিত ২৫জন অ্যাথলিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement