Advertisement
Advertisement
RG Kar Incident

আর জি কর কাণ্ডের সঙ্গে দুর্গাপুজোকে মেশাবেন না! রাজ্যবাসীর কাছে আরজি ফোরামের

আর জি কর কাণ্ডের প্রতিবাদে জড়িয়ে গিয়েছে দুর্গাপুজোও।

RG Kar Incident: Forum for Durgotsav urges not to mix Durga Puja with RG Kar Protest
Published by: Paramita Paul
  • Posted:August 19, 2024 10:11 pm
  • Updated:August 20, 2024 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে জড়িয়ে গিয়েছে দুর্গাপুজোও। কেউ কেউ সরকারি অনুদান ফেরানোর কথা বলছেন, কেউ আবার দুর্গাপুজোই বয়কটের ডাক দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে ফোরাম ফর দুর্গোৎসবের আরজি, নিন্দনীয় এই ঘটনার সঙ্গে বাঙালির দুর্গাপুজোকে মিশিয়ে দেবেন না। দুর্গাপুজোকে নিজস্ব ধারায় বইতে দিন।

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র মাস দেড়েক বাকি। এর মধ্যেই কলকাতার সরকারি হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। উত্তাপ ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্ত। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেছেন রাজ্যবাসীর একাংশ। এমন পরিস্থিতিতে নেটিজেনদের কেউ কেউ, দুর্গাপুজোর সঙ্গে প্রতিবাদকে জড়িয়ে ফেলেছেন। এমন পরিস্থিতিতে ফোরামের তরফে বিজ্ঞপ্তি জারি করা হল।

Advertisement

 

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: CBI-এর উপর চাপ বাড়ালেন কুণাল, ডাক্তারদের কাজে ফেরার আবেদন]

ফোরামের তরফে আর জি করে চিকিৎসককে খুনের তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের যথাযথ শাস্তি দাবি করা হয়েছে। এর পরই তাদের আরজি, “সকলের কাছে অনুরোধ দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গোৎসবকে জড়িয়ে  দেবেন না।” এ প্রসঙ্গে ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বোসকে ফোন করা হলে  তিনি জানান, “বিজ্ঞপ্তিতে যা বলার স্পষ্ট করে বলা হয়েছে। আমাদের তরফে কোনও প্রতিবাদ মিছিল হলে জানিয়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তরপাড়া শক্তি সংঘ পুজো কমিটি  সোশাল মিডিয়ায় এনিয়ে পোস্ট করে। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাঁদের বার্তা, ”মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেবো।” পরবর্তীতে একই সিদ্ধান্ত নিতে দেখা যায় আরও বেশ কয়েকটি পুজো উদ্যোক্তাদের। তা নিয়েই প্রশ্ন তুলে ছিলেন কুণাল ঘোষ।  তাঁর কড়া প্রতিক্রিয়া, ”পুজো একটা অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রীর ওই অনুদান ঘোষণা। যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন, তাহলে নিজেদের পকেটের টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করবেন।”

[আরও পড়ুন: ‘কেন ভাইরা সুরক্ষা দেবে?’ রাখিপূর্ণিমায় প্রশ্ন অর্জুন কাপুরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement