Advertisement
Advertisement
Buddhadeb Bhattacharya

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বাড়িতেই রাখা হবে পর্যবেক্ষণে

৯ ডিসেম্বর দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Former West Bengal CM Buddhadeb Bhattacharya released from Hospital | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 15, 2020 11:40 am
  • Updated:December 15, 2020 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ফিরলেন নিজের প্রিয় ঘরে। বুদ্ধবাবু নাকি নিজেই বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আগের থেকে অনেকটাই স্থিতিশীল তিনি। তাই হাসপাতালে তাঁকে রাখার প্রয়োজন আর নেই বলেই মনে হয়েছে চিকিৎসকদের। মঙ্গলবার সকালে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। তারপরই ছাড়া পান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে বাড়িতেও বহু নিয়ম মানতে হবে তাঁকে। নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।  পাম অ্যাভিনিউতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য আইসিইউ’র মতো ব্যবস্থাপনা করা হয়েছে। বাই প্যাপের সুবিধাও রয়েছে। আগামী কয়েকদিন হালকা ডায়েটই চলবে বলে জানা গিয়েছে। বুদ্ধবাবুর বাড়িতেই নেবুলাইজেশনের ব্যবস্থা ও পোর্টেবল ভেন্টিলেটর রয়েছে, তাই সেদিক থেকেও অসুবিধা হবে না। 

বহু আগের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। যেখানেই যান, বাড়ি ফিরে নিজের চেনা চার দেওয়ালের মধ্যেই শান্তি পান। নিজের বইগুলোকে দেখে আনন্দ পান। সেই পৃথিবীতে ফিরে গিয়ে তিনি যেমন স্বস্তি পেয়েছেন, তেমনই স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। শোনা গিয়েছে, সোমবার রাতে তিনি হালকা স্যুপ খেয়েছেন। হালকা খাবারই এখন দেওয়া হচ্ছে তাঁকে। নিজের হাতে খেতে পারছেন বুদ্ধবাবু। সামান্য ফল খেয়েছেন। ক্যাথিটারও সরিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপসহ অন্যান্য প্যারামিটার স্বাভাবিক। 

Advertisement

[আরও পড়ুন: কলকাতার পুরভোট হতে পারে ফেব্রুয়ারিতে! সুপ্রিম কোর্টে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন ও রাজ্য]

৯ ডিসেম্বর দুপুরে শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) ভরতি হন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভরতি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। দলীর নেতাদের পাশাপাশি তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (WB CM Mamata Banerjee)।  সময়ের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়। সোমবারই জানানো হয়, মঙ্গলবার ছাড়া হবে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাল ঘুম হয়েছে। আইভি অ্যান্টি-বায়োটিক কোর্স সম্পূর্ণ হয়েছে। আপাতত বেশ কিছুদিন ফিজিওথেরাপি চলবে বলেই জানা গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement