Advertisement
Advertisement

SSC Scam: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

ম্যারাথন জেরার পর গ্রেপ্তারের সিদ্ধান্ত সিবিআইয়ের।

Former WBBSE president Kalyanmoy Banerjee arrested by CBI on SSC recruitment scam | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 15, 2022 6:11 pm
  • Updated:September 15, 2022 7:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। টানা সাড়ে ৬ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তারির সিদ্ধান্ত নেয় সিবিআই। বর্তমানে নিজাম প্যালেস থেকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Ganguly) নাম জড়িয়েছিল। তাঁকে একাধিকবার জেরার মুখেও পড়তে হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ ফের সিবিআই দপ্তরে হাজিরা দেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বহু নথি নিয়ে গিয়েছিলেন তিনি। সন্ধে ৬ টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে শারীরিক পরীক্ষার জন্য।  সূত্রের খবর, জেরার সময়ে এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। সেই কারণেই এই গ্রেপ্তারি। গাড়িতে ওঠার সময়ে কল্যাণময় বলেন, ”যা বলেছি, সত্যি বলেছি।” 

Advertisement

[আরও পড়ুন: বাম ছাত্র সংগঠনের কলকাতা পুরসভা অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড]

প্রসঙ্গত, ২০১২ সালে পর্ষদ সভাপতির দায়িত্ব পান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফলে তাঁর জায়গায় নতুন কাউকে আনা হবে, না কি তাঁকেই ফের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছিল। এরই মাঝে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–এর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। কলকাতা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। বারবার সিবিআইয়ের জেরার মুখোমুখিও হতে হয়েছিল কল্যাণময়কে। তার জেরে বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্কের মাঝেই কল্যাণময়কে সরিয়ে নতুন পর্ষদ সভাপতির নাম ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর। তবে শুধু জেরাই নয় প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং তৎকালীন সচিব অশোক সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। 

[আরও পড়ুন: কন্যাসন্তান হওয়ায় খুন? বাড়ি থেকে অপহরণের পর উদ্ধার খুদের দেহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement