Advertisement
Advertisement
Jadavpur University

যাদবপুরে ছাত্রমৃত্যু: CBI, NCB, NIA যুক্ত করা হোক, হাই কোর্টে মামলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর

সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শুনানির সম্ভাবনা।

Former student seeks CBI, NIA, NCB probe in Jadavpur University student death and files plea at Calcutta HC | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 19, 2023 3:11 pm
  • Updated:August 19, 2023 3:54 pm  

গোবিন্দ রায়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রমৃত্যুতে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে (Calcutta HC) একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এবার আরও একটি মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভ্র সেনের আবেদন, যাদবপুরে ছাত্রমৃত্যুর তদন্তে সিবিআই, এনআইএ এবং এনসিবি-কেও যুক্ত করা হোক। সেই মর্মে কলকাতা হাই কোর্টে তিনি শুক্রবার মামলা দায়ের করেছেন। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হতে পারে।

ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে আগেও অনেকে অনাস্থা প্রকাশ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই আদালতের নজরদারিতে তদন্তের দাবি তুলেছেন। এবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভ্র সেন পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই-কে (CBI) মামলায় যুক্ত করার আবেদন জানালেন। তাঁর আরও আবেদন, শুধু সিবিআই নয়, এনআইএ (NIA) এবং এনসিবি-কেও (NCB) যুক্ত করা হোক।

Advertisement

[আরও পড়ুন: চাইলেই ভাড়াটেদের সরানো যাবে না, পাবেন নতুন বাড়িতে জায়গাও, নয়া আইন পুরসভার

এ নিয়ে ওই প্রাক্তনীর ব্যাখ্যা, এই মামলার তদন্তে পুলিশকে প্রভাবিত করা হচ্ছে। তদন্ত সঠিক পথে এগোচ্ছে না। তাই সিবিআইয়ের হস্তক্ষেপ করা দরকার। এছাড়া ক্যাম্পাসে মদ-মাদকের ছড়াছড়ি। কারা এসব মাদকের কারবার করছে, তা জানতে এনসিবি তদন্ত করুক। এমনই দাবি অভ্র সেনের। এর আগে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি (CCTV Camera) নজরদারি না থাকা প্রশ্ন তুলে একটি মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। সেই মামলায় রাজ্যপালকে যুক্ত করার দাবি তুলেছেন তিনি। CBI, NCB, NIA-কে যুক্ত করে এই মামলাটি দায়ের হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে মোট ৩ টি জনস্বার্থ মামলা হল।

[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement