Advertisement
Advertisement
Jadavpur university

হোলির দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার ছাত্রের দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

হোলির দিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকলেও ক্যাম্পাসে রং খেলায় মেতেছিলেন ছাত্র-ছাত্রীরা।

Former student of Jadavpur University found dead on Holi | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 8, 2023 8:47 pm
  • Updated:March 8, 2023 8:47 pm

দীপালি সেন: রঙের উৎসব হোলিতে (Holi) মর্মান্তিক ঘটনা ঘটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। ক্যাম্পাসের ভিতরে থাকা ঝিলে ডুবে বুধবার মৃত্যু হল এক প্রাক্তন ছাত্রের। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ আসিফ মণ্ডল (২৪) আরিফ হোসেন। বাড়ি বেহালায়। ২০২২ সালেই যাদবপুর থেকে আর্কিটেকচারে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

ঠিক কী ঘটেছিল এদিন? জানা গিয়েছে, এদিন সকাল থেকেই কয়েকজন ছেলে-মেয়ে ঝিলপাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। দুপুর ৩টে ১৫ নাগাদ আচমকা ঝিলে পড়ে যান আরিফ। কিন্তু, বেশ কয়েক মিনিট কেটে যাওয়ার পরেও জল থেকে তাঁকে উঠতে না দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন বন্ধুবান্ধবরা। খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ বিপর্যয় মোকাবিলা দলকে নিয়ে অকুস্থলে যায়। তাঁরাই ঝিলে নেমে বিকেল ৪টে ২০ নাগাদ উদ্ধার করে ওই প্রাক্তন ছাত্রকে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আসিফকে মৃত ঘোষণা করেন। অন্যান্য বছরের মতোই বিগত কয়েকদিন ধরেই রঙের উৎসবে সামিল হয়েছিলেন যাদবপুরের ছাত্র-ছাত্রীরা। এদিন হোলির দিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকলেও ক্যাম্পাসে রং খেলায় মেতেছিলেন তাঁরা। তার মধ্যেই মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে।

Advertisement

[আরও পড়ুন: ফের কলকাতায় টাকার পাহাড়! নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি, মিলল বিলাসবহুল গাড়িও]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ‘‘সত্যিই খুব দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। উৎসবের মধ্যে এই ধরনের এই ধরনের ঘটনা ঘটে গেল। আমরা অত্যন্ত মর্মাহত।’’ ঘটনায় দুঃখপ্রকাশ করে সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে হবে। সঙ্গে সংবেদনশীল জায়গাগুলিকে আরও নজরদারিতে রাখতে হবে। রেলিং দিয়ে ঘেরার মতো সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে।’’যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অতীতে একাধিকবার ঝিলপাড়কে ঘিরে দেওয়ার চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  অভিজ্ঞ মহলের অভিযোগ, প্রতিবারই পড়ুয়াদের একাংশের আপত্তিতে তা করা যায়নি। এমনকি ঝিলপাড় ঘেরা হলেও কিছুদিনের মধ্যে তা নষ্ট করে দেওয়া হতো বলে অভিযোগ।

অন্যদিকে, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ রুখতেও বহুবার চেষ্টা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর নভেম্বরে ক্যাম্পাসে ‘বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ’ ঘোষণা করে বিজ্ঞপ্তি টাঙানো হয়েচিল বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে। সেক্ষেত্রেও প্রতিবাদের মুখে পড়ে পোস্টারগুলি খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু, ছুটির দিনে ক্যাম্পাসে প্রাক্তনীর উপস্থিতিতে ফের একবার বহিরাগত প্রবেশে নিয়ে প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ঝিলপাড়ে বসে মদ্যপান করছিলেন ছেলে-মেয়েদের ওই দলটি। ওই প্রাক্তনী মদ্যপ অবস্থায় অসাবধানতাবশত ঝিলে পড়ে গিয়ে থাকতে পারেন বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অনেকেই।

[আরও পড়ুন: পরপর তিন বাইক দুর্ঘটনা, উলুবেড়িয়ায় মৃত ৬, মদ খেয়ে বাইক চালানোর পরিণতি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement