Advertisement
Advertisement
madan mitra

মদন মিত্রর অফিসে ঢুকে গোপনে ছবি তোলার চেষ্টা, গ্রেপ্তার প্রেসিডেন্সির পড়ুয়া-সহ ৩

ধৃতরা বিজেপি কর্মী বলে দাবি স্থানীয় সূত্রের।

Former Minister Madan Mitra sting operation Three student arrested
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 5, 2020 10:19 am
  • Updated:September 5, 2020 11:36 am  

অর্ণব আইচ: মদন মিত্রের (Madan Mitra) উপর স্টিং অপারেশনের চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল বালিগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন প্রেসিডেন্সির পড়ুয়া। কী কারণেই মদন মিত্রের উপর গোপনে নজরদারি চালাচ্ছিল ওই তিন যুবক? তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।

জানা গিয়েছে, ধৃত অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখোপাধ্যায় বেলঘরিয়ার বাসিন্দা। শুক্রবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের একটি অটোমোবাইলের অফিসে যায় তারা। ওই অফিসটির সঙ্গে যুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সূত্রের খবর, এদিন অফিসের ভিতরে ঢুকে গোপনে মোবাইলে ছবি ও ভিডিও তুলছিল ওই যুবকরা। বিষয়টি নজরে পড়তেই হাতে নাতে তাদের ধরে ফেলা হয়। এরপর প্রাক্তন মন্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তিন অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: নিজের লেখা বইতে দলবিরোধী কথা, প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে সাসপেন্ড করল CPM]

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরে ব্ল্যাকমেল করার পরিকল্পনা নিয়েই এই ভিডিও, ছবি জোগাড় করছিল ওই ৩ যুবক। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের জেরার পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে। তাঁদের মোবাইল খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সূত্রের খবর, ধৃতরা বিজেপি কর্মী। তাই স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পিছনে রাজনীতির যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। প্রসঙ্গত, এদিন ওই তিন যুবকের গ্রেপ্তারির খবর পাওয়ার পরই মদন মিত্রের সঙ্গে দেখা করেছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। ক্ষমাও চেয়ে নেন।

[আরও পড়ুন: দুর্যোগ কাটিয়ে জালবন্দি প্রায় ৩৫০০ টন ইলিশ, কিছুটা স্বস্তিতে মৎস্যজীবীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement