Advertisement
Advertisement

Breaking News

এখনও বিপণ্মুক্ত নন সোমনাথ, মস্তিষ্কে রক্তক্ষরণে বাড়ছে সমস্যা

৪৮ ঘণ্টা না কাটলে এখনই কিছু বলতে পারছেন না চিকিৎসকরা৷

Former LS Speaker Somnath Chatterjee critical
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2018 5:07 pm
  • Updated:June 29, 2018 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও বিপন্মুক্ত নন। মস্তিষ্কের ছোট একটি জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সামান্য সাড়া মিললেও এখনও বিপদ কাটেনি ৮৯ বছর বয়সি বাম নেতার। মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা নিয়ে গত সোমবার দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছেন তিনি৷

[ডাক্তারদের উপর হামলা রুখতে হাসপাতালে পোস্টার, উদ্যোগ পুলিশের]

অসুস্থ বাম নেতাকে হাসপাতালে দেখতে যান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। এছাড়াও লোকসভার সচিবালয় থেকে বিশেষ আধিকারিক অমিতাভ চট্টোপাধ্যায় এসেছেন প্রাক্তন স্পিকারের চিকিৎসার খোঁজ খবর নিতে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও রয়েছে তাঁর। রক্তে অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছে। তাঁর চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। মেডিসিন বিশেষজ্ঞ সুকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, অর্ধচেতন অবস্থায় রয়েছেন তিনি। তরল খাবার দেওয়া হচ্ছে তাঁকে৷ ৪৮ ঘণ্টা না কাটলে এখনই কিছু বলা যাচ্ছে না৷

Advertisement
[স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে অত্যাচার, উল্টোডাঙায় গৃহবধূর রহস্যমৃত্যু]

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বয়সজনিত কারণে হাঁটাচলা থেকে শুরু করে স্বাভাবিক কাজেও অসুবিধা হচ্ছিল। বাড়ি থেকে বেরনো একরকম বন্ধই ছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। সেরিব্রাল হেমারেজে তিনি আক্রান্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন বেশ সংকটজনক। প্রায় অচৈতন্য অবস্থায় আছেন তিনি৷  মেডিক্যাল বোর্ড গঠন করে প্রবীণ নেতার চিকিৎসা চলছে। গতকালই তাঁর সিটি স্ক্যান করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

[‘সাবধানের নেইমার’, কলকাতা পুলিশের স্লোগানের কপিরাইট নিয়ে তুঙ্গে বিতর্ক]

২০১৪  সালেও একবার সেরিব্রাল স্ট্রোক হয় প্রবীণ নেতার। তারপর থেকেই বেশ কিছু নিয়ন্ত্রণে থাকতে হত তাঁকে। বয়সজনিত কারণেই ইদানিং তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। ২০০৪ থেকে ২০০৯ সময়কালে লোকসভার স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি। বেশ কিছুদিন হল সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি বামপন্থী এই নেতাকে। তবে গত পঞ্চায়েত নির্বাতনের সময় কমিশনের ভূমিকা নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছিল তাঁকে। সাফ জানিয়ে দিয়েছিলেন, এরকম হিংসাপ্রবণ ভোট তিনি আগে দেখেননি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement